মুস্তাফিজকে ফেরাতে ফোনও করেছিল বিসিসিআই, কি কথা হয়েছিল

এটিই নিয়ম যে একটি দল ইনিংস ঘোষণা করে দিলে আর ব্যাটিংয়ে ফেরা যায় না। কিন্তু এমন এক প্রস্তাব এসেছিল, যেটিকে দান ছেড়ে দিয়ে আবার ব্যাটিংয়ে ফেরার সঙ্গেই তুলনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক পরিচালক বলছিলেন, ‘আমরা প্রস্তাবটি গ্রহণ করলে ইনিংস ঘোষণার পর সেই ইনিংসে পুনরায় ব্যাটিং শুরু করার মতো ব্যাপার হয়ে যেত। আমরা তাই সেটি গ্রহণ করিনি।’ প্রস্তাবটি যখন আসে, ততক্ষণে নিজেদের অবস্থান জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়ে গেছে বিসিবির। গত রবিবার সন্ধ্যা নাগাদ ‘সরকারি নির্দেশ’ অনুযায়ী দেশের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল। অবশ্য এ রকম ঘোষণাই যে আসতে যাচ্ছে, সেটি তারও ঘণ্টা দুয়েক আগে নিশ্চিত হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া অন্তর্বর্তী সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের স্ট্যাটাসে। সেখানে তিনি বিসিবিকে ভারতে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান। উগ্রপন্থীদের ক্ষোভের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আদেশে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মুস্তাফিজুর রহমানকে অব্যাহতি দেওয়ায়ই এত ঘটনা

মুস্তাফিজকে ফেরাতে ফোনও করেছিল বিসিসিআই, কি কথা হয়েছিল

এটিই নিয়ম যে একটি দল ইনিংস ঘোষণা করে দিলে আর ব্যাটিংয়ে ফেরা যায় না। কিন্তু এমন এক প্রস্তাব এসেছিল, যেটিকে দান ছেড়ে দিয়ে আবার ব্যাটিংয়ে ফেরার সঙ্গেই তুলনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক পরিচালক বলছিলেন, ‘আমরা প্রস্তাবটি গ্রহণ করলে ইনিংস ঘোষণার পর সেই ইনিংসে পুনরায় ব্যাটিং শুরু করার মতো ব্যাপার হয়ে যেত। আমরা তাই সেটি গ্রহণ করিনি।’

প্রস্তাবটি যখন আসে, ততক্ষণে নিজেদের অবস্থান জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়ে গেছে বিসিবির।

গত রবিবার সন্ধ্যা নাগাদ ‘সরকারি নির্দেশ’ অনুযায়ী দেশের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল। অবশ্য এ রকম ঘোষণাই যে আসতে যাচ্ছে, সেটি তারও ঘণ্টা দুয়েক আগে নিশ্চিত হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া অন্তর্বর্তী সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের স্ট্যাটাসে। সেখানে তিনি বিসিবিকে ভারতে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান। উগ্রপন্থীদের ক্ষোভের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আদেশে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মুস্তাফিজুর রহমানকে অব্যাহতি দেওয়ায়ই এত ঘটনার সূত্রপাত।

এর প্রতিক্রিয়ায় বিসিবিও কঠোর অবস্থানে যাওয়ার পর বিসিসিআই পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগও নিয়েছিল বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই পরিচালক।

সেদিনই ভারতীয় বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ফোনে ধরেছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলামকে। মুস্তাফিজকে আইপিএলে ফিরিয়ে নেওয়া হলে বাংলাদেশ ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কি না, ফোনে আমিনুলের কাছে তা সরাসরিই জানতে চাওয়া হয়। কিন্তু এমন প্রস্তাব আসার আগেই সরকারের কোর্টে বল চলে যাওয়ায় আমিনুলের পক্ষে ইতিবাচক সাড়া দেওয়ার কোনো সুযোগ ছিল না।

ফোনালাপের শেষে বরং বিসিবি সভাপতিকে এ রকম কথা বলে আলোচনার ইতি টানতে দেখেছেন একজন প্রত্যক্ষদর্শী, ‘এখন অনেক দেরি হয়ে গেছে (ইটস টু লেট)।’ এ বিষয়ে যোগাযোগ করা হলে গতকাল ফোনে আমিনুলকে পাওয়া যায়নি। বিশ্বকাপ ইস্যুতে অবশ্য দিনভর তুমুল ব্যস্ততা কেটেছে তাঁর। বিকেলে আসিফ নজরুলের কার্যালয়ে সদলবলে গিয়ে বৈঠক করার পর নিজেদের অনড় অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেছেন তিনি।

এদিকে আইপিএলের তিন দিন আগে আগামী ২৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুস্তাফিজকে চুক্তিবদ্ধ করার ঘোষণায় উপমহাদেশীয় রাজনীতির ছাপও খুঁজে পেয়েছে অনেকে।

সুত্র: কালের কন্ঠ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow