মুস্তাফিজের আইপিএল না খেলা নিয়ে মিকি আর্থারের প্রতিক্রিয়া
বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের জার্সিতে দারুণ ছন্দে আছেন মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্টে তাঁর প্রধান কোচ হিসেবে আবারও দায়িত্বে আছেন কিংবদন্তি কোচ মিকি আর্থার। শিষ্যের পারফরম্যান্সে সন্তুষ্ট এই অভিজ্ঞ কোচ মুস্তাফিজের সাম্প্রতিক আইপিএল পরিস্থিতি নিয়েও খোলামেলা কথা বলেছেন।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আর্থার বলেন, মুস্তাফিজের পেশাদারিত্ব ও মান নিয়ে কোনো প্রশ্ন নেই। “সে পুরোপুরি পেশাদার একজন ক্রিকেটার। আমাদের দলের জন্য সে বিশেষ। ধারাবাহিকভাবে ভালো করছে এবং তার সামর্থ্য আমরা সবাই জানি,” বলেন তিনি।
শুধু দক্ষ বোলার হিসেবেই মুস্তাফিজকে দেখার সুযোগ নেই—এ কথাও জোর দিয়ে উল্লেখ করেন আর্থার। তাঁর মতে, “সে যদি বিশ্বের এক নম্বর নাও হয়, তবু যতটা ভালো হওয়া সম্ভব, ঠিক ততটাই ভালো। দলের জন্য সে একজন আদর্শ খেলোয়াড়—ভদ্র, বিনয়ী এবং নির্ভরযোগ্য।”
আইপিএলে মুস্তাফিজের অংশ নিতে না পারা প্রসঙ্গে কোচের কণ্ঠে ছিল হতাশা। আর্থার জানান, “সে নিজের সেরাটা দিয়ে কাজ করে যাচ্ছে। তবে কলকাতার হয়ে খেলতে প্রস্তুত থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত সুযোগ না পাওয়া তার জন্য হতাশাজনক। বিষয়টা সত্যিই দুর্ভাগ্যজনক।”
আইপিএলের জন্য
বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের জার্সিতে দারুণ ছন্দে আছেন মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্টে তাঁর প্রধান কোচ হিসেবে আবারও দায়িত্বে আছেন কিংবদন্তি কোচ মিকি আর্থার। শিষ্যের পারফরম্যান্সে সন্তুষ্ট এই অভিজ্ঞ কোচ মুস্তাফিজের সাম্প্রতিক আইপিএল পরিস্থিতি নিয়েও খোলামেলা কথা বলেছেন।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আর্থার বলেন, মুস্তাফিজের পেশাদারিত্ব ও মান নিয়ে কোনো প্রশ্ন নেই। “সে পুরোপুরি পেশাদার একজন ক্রিকেটার। আমাদের দলের জন্য সে বিশেষ। ধারাবাহিকভাবে ভালো করছে এবং তার সামর্থ্য আমরা সবাই জানি,” বলেন তিনি।
শুধু দক্ষ বোলার হিসেবেই মুস্তাফিজকে দেখার সুযোগ নেই—এ কথাও জোর দিয়ে উল্লেখ করেন আর্থার। তাঁর মতে, “সে যদি বিশ্বের এক নম্বর নাও হয়, তবু যতটা ভালো হওয়া সম্ভব, ঠিক ততটাই ভালো। দলের জন্য সে একজন আদর্শ খেলোয়াড়—ভদ্র, বিনয়ী এবং নির্ভরযোগ্য।”
আইপিএলে মুস্তাফিজের অংশ নিতে না পারা প্রসঙ্গে কোচের কণ্ঠে ছিল হতাশা। আর্থার জানান, “সে নিজের সেরাটা দিয়ে কাজ করে যাচ্ছে। তবে কলকাতার হয়ে খেলতে প্রস্তুত থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত সুযোগ না পাওয়া তার জন্য হতাশাজনক। বিষয়টা সত্যিই দুর্ভাগ্যজনক।”
আইপিএলের জন্য প্রস্তুতি যে কেবল মানসিক পর্যায়ে সীমাবদ্ধ ছিল না, সেটিও স্পষ্ট করেন রংপুর কোচ। তাঁর ভাষায়, মুস্তাফিজ শারীরিক ফিটনেস ও পারফরম্যান্স—সব দিক থেকেই নিজেকে প্রস্তুত রেখেছিলেন। “আমরা এ নিয়ে আলাদাভাবে কথা বলেছি। ভাষাগত পার্থক্য থাকলেও আমরা দু’জনই একে অপরের কথা বুঝেছি,” যোগ করেন আর্থার।
সব মিলিয়ে, আইপিএলে না খেলতে পারার আক্ষেপ থাকলেও মাঠে মুস্তাফিজের পারফরম্যান্সই প্রমাণ করছে—নিজের কাজটুকু তিনি থামিয়ে রাখেননি।