মৃত ব্যক্তির জন্য দোয়া
মহানবীর (সা.) প্রিয় সাহাবি আবু সালামা (রা.) শহীদ হওয়ার পর তিনি যখন তাকে দেখতে যান, তখন তিনি তার জন্য এভাবে দোয়া করেন, اللَّهُمَّ اغْفِرْ لأَبِي سَلَمَةَ وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّينَ وَاخْلُفْهُ فِي عَقِبِهِ فِي الْغَابِرِينَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ وَافْسَحْ لَهُ فِي قَبْرِهِ . وَنَوِّرْ لَهُ فِيهِ উচ্চারণ: আল্লাহুম্মাগফির লিআবি সালামাহ ওয়ারফা’ দারাজাতাহু ফিল মাহদিয়্যীন, ওয়াখলুফহু ফী আক্বিবিহী ফিল গাবিরীন, ওয়াগফির লানা ওয়ালাহু ইয়া রব্বাল আলামীন। ওয়াফসাহ লাহু ফী ক্বাবরিহী ওয়া নাওয়ির লাহু ফীহি। অনুবাদ: হে আল্লাহ! আপনি আবু সালামাকে মাফ করে দিন, হেদায়াতপ্রাপ্তদের মধ্যে তার মর্যাদা বুলন্দ করে দিন এবং তার উত্তরাধিকারীদের মধ্য থেকে তার প্রতিনিধি নিযুক্ত করুন। হে রাব্বুল আলামীন! আমাদেরকে ও তাকে মাফ করে দিন তার জন্য কবরকে প্রশস্ত করে দিন এবং তার কবরকে আলোকময় করে দিন। (সহিহ মুসলিম: ২০০২) আমাদের বাবা-মা, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবসহ যে কোনো মৃত ব্যক্তির জন্য আমরা উপরোক্ত দোয়াটি করতে পারি এভাবে, اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّينَ و
মহানবীর (সা.) প্রিয় সাহাবি আবু সালামা (রা.) শহীদ হওয়ার পর তিনি যখন তাকে দেখতে যান, তখন তিনি তার জন্য এভাবে দোয়া করেন,
اللَّهُمَّ اغْفِرْ لأَبِي سَلَمَةَ وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّينَ وَاخْلُفْهُ فِي عَقِبِهِ فِي الْغَابِرِينَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ وَافْسَحْ لَهُ فِي قَبْرِهِ . وَنَوِّرْ لَهُ فِيهِ
উচ্চারণ: আল্লাহুম্মাগফির লিআবি সালামাহ ওয়ারফা’ দারাজাতাহু ফিল মাহদিয়্যীন, ওয়াখলুফহু ফী আক্বিবিহী ফিল গাবিরীন, ওয়াগফির লানা ওয়ালাহু ইয়া রব্বাল আলামীন। ওয়াফসাহ লাহু ফী ক্বাবরিহী ওয়া নাওয়ির লাহু ফীহি।
অনুবাদ: হে আল্লাহ! আপনি আবু সালামাকে মাফ করে দিন, হেদায়াতপ্রাপ্তদের মধ্যে তার মর্যাদা বুলন্দ করে দিন এবং তার উত্তরাধিকারীদের মধ্য থেকে তার প্রতিনিধি নিযুক্ত করুন। হে রাব্বুল আলামীন! আমাদেরকে ও তাকে মাফ করে দিন তার জন্য কবরকে প্রশস্ত করে দিন এবং তার কবরকে আলোকময় করে দিন। (সহিহ মুসলিম: ২০০২)
আমাদের বাবা-মা, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবসহ যে কোনো মৃত ব্যক্তির জন্য আমরা উপরোক্ত দোয়াটি করতে পারি এভাবে,
اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّينَ وَاخْلُفْهُ فِي عَقِبِهِ فِي الْغَابِرِينَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ وَافْسَحْ لَهُ فِي قَبْرِهِ . وَنَوِّرْ لَهُ فِيهِ
উচ্চারণ: আল্লাহুম্মাগফির লাহু ওয়ারফা’ দারাজাতাহু ফিল মাহদিয়্যিন ওয়াখলুফহু ফি আকিবিহি ফিল গাবিরিনা ওয়াগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন।
অর্থ: হে আল্লাহ তাকে ক্ষমা করুন এবং হেদায়াতপ্রাপ্তদের মধ্যে তার মর্যাদা উঁচু করে দিন। আপনি তার বংশধরদের অভিভাবক হয়ে যান। হে রাব্বুল আলামিন তাকে ও আমাদেরকে ক্ষমা করে দিন। তার কবরকে প্রশস্ত করুন এবং তা আলোকজ্জ্বল করে দিন।
এই দোয়াটি বর্ণনা করেছেন উম্মুল মুমিনীন উম্মে সালামা (রা.) যিনি আবু সালামার (রা.) স্ত্রী ছিলেন। তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন মৃত আবু সালামার (রা.) কাছে গেলেন, তখন তার চোখগুলো খোলা ছিল। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তার চোখ বন্ধ করে দিলেন এবং বললেন, রুহ যখন নিয়ে যাওয়া হয়, তখন চোখ সেদিকে অপলক তাকিয়ে থাকে। এ কথা শুনে তার পরিবারের লোকেরা উচ্চৈস্বরে কেঁদে উঠলেন। রাসুলুল্লাহ (সা.) বললেন, আপনারা নিজেদের জন্য অমঙ্গলজনক কোনো দোয়া করবেন না। ফেরেশতাগণ আপনাদের দোয়ায় আমিন বলে থাকেন। তারপর তিনি উপরোক্ত দোয়া পড়লেন। (সহিহ মুসলিম: ২০০২)
এ হাদিস থেকে আরও বোঝা যায় মৃত ব্যক্তির চোখ খোলা থাকলে বন্ধ করে দেওয়া উচিত এবং কেউ মারা গেলে তার শোকে আকুল হয়ে নিজের জন্য বদদোয়া করা উচিত নয়। এ রকম দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে।
ওএফএফ
What's Your Reaction?