মৃত্যুর আগে যুুবক জানালেন ‘তাকে গুলি করেন তিন বন্ধু’

3 months ago 39

কক্সবাজারের মহেশখালীতে দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। মৃত্যুর আগে পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন ওই যুবক। তার ভাষ্যমতে, তিন বন্ধু তাকে ‍গুলি করে পালিয়ে যান।

সোমবার (৫ মে) দিনগত রাত ৩টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মারাক্কাঘোনা এলাকায় তাকে গুলি করা হয়। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর ভোর ৬টার দিকে তিনি মারা যান বলে জানিয়েছেন নিহতের বড় ভাই উকিল আহমদ।

নিহত রফিকুল ইসলাম মামুন (৩০) কালারমারছড়া ইউনিয়নের ছামিরাঘোনা এলাকার মনজুর আলমের ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ অন্তত ১১টি মামলা রয়েছে জানিয়েছে পুলিশ।

নিহতের বড় ভাই উকিল আহমদ জানান, চার দিন আগে একটি মামলায় আদালতে হাজিরা দিতে তার ভাই কক্সবাজারে যান। সেখান থেকে সোমবার রাতে বাড়ি ফেরার পথে স্থানীয় কিছু লোক পরিকল্পিতভাবে তার ভাইকে গুলি করেছেন।

তিনি আরও জানান, একই ব্যক্তিরা পাঁচ বছর আগে তার বাবাকেও হত্যা করেন। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে রফিকুলকে প্রথমে পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান রফিকুল।

বদরখালী জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ রাকিবুল হোছাইন বলেন, গুলিতে রফিকুল ইসলামের যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, নিহত রফিকুল মৃত্যুর আগে বদরখালী জেনারেল হাসপাতালে পুলিশের কাছে ঘটনার বিষয়ে জবানবন্দি দিয়েছেন। তার ভাষ্য ছিল, তিন বন্ধুসহ একটি অটোরিকশায় করে নিজ এলাকায় ফিরছিলেন রফিকুল। পথে তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে গুলি করে ওই বন্ধুরা পালিয়ে যান।

সায়ীদ আলমগীর/এসআর/এএসএম

Read Entire Article