মৃত্যুর সঙ্গে ৯ দিন লড়েও হার মানলেন মেহেদী

একটানা ৯ দিন হাসপাতালে থাকার পরও মৃত্যুর কাছে হার মানলেন কলেজপড়ুয়া মেধাবী শিক্ষার্থী মেহেদী হাসান। গত ২২ নভেম্বর বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়েন তিনি। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া এবং পরে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়।  সোমবার (১ ডিসেম্বর) বিকালে রাজধানীর ধানমন্ডিতে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেহেদী।  নিহত মেহেদী হাসান কলাপাড়া উপজেলার লালুয়া ইউপির চারিপাড়া গ্রামের আবদুল হক হাওলাদারের ছেলে। সে সরকারি মোজহার উদ্দিন বিশ্বাস কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। লালুয়া ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রবিউল ইসলাম জানান, গত ২২ নভেম্বর বন্ধু অলির মোটরসাইকেলযোগে লালুয়া মুক্তিযোদ্ধা বাজার থেকে বাড়ি ফিরছিল মেহেদী। পথিমধ্যে মঞ্জুপাড়া জহির ডাক্তার বাড়ির সামনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে একটি বৈদ্যুতিক খুঁটির ওপর আছড়ে পড়ে মেহেদী আর অলি ছিটকে একটি কুয়ায় পড়ে যায়। তবে মেহেদীর মাথায় গুরুতর আঘাত লাগার পর থেকেই সংজ্ঞাহীন অবস্থায় ছিল। সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, মেহেদ

মৃত্যুর সঙ্গে ৯ দিন লড়েও হার মানলেন মেহেদী

একটানা ৯ দিন হাসপাতালে থাকার পরও মৃত্যুর কাছে হার মানলেন কলেজপড়ুয়া মেধাবী শিক্ষার্থী মেহেদী হাসান। গত ২২ নভেম্বর বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়েন তিনি। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া এবং পরে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। 

সোমবার (১ ডিসেম্বর) বিকালে রাজধানীর ধানমন্ডিতে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেহেদী। 

নিহত মেহেদী হাসান কলাপাড়া উপজেলার লালুয়া ইউপির চারিপাড়া গ্রামের আবদুল হক হাওলাদারের ছেলে। সে সরকারি মোজহার উদ্দিন বিশ্বাস কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

লালুয়া ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রবিউল ইসলাম জানান, গত ২২ নভেম্বর বন্ধু অলির মোটরসাইকেলযোগে লালুয়া মুক্তিযোদ্ধা বাজার থেকে বাড়ি ফিরছিল মেহেদী। পথিমধ্যে মঞ্জুপাড়া জহির ডাক্তার বাড়ির সামনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে একটি বৈদ্যুতিক খুঁটির ওপর আছড়ে পড়ে মেহেদী আর অলি ছিটকে একটি কুয়ায় পড়ে যায়। তবে মেহেদীর মাথায় গুরুতর আঘাত লাগার পর থেকেই সংজ্ঞাহীন অবস্থায় ছিল। সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, মেহেদী দারুণ এক মেধাবী শিক্ষার্থী ছিলেন। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে এলাকার মানুষের মন জয় করেছিলেন। তার অকালমৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে। তবে আহত অলি আগের চেয়ে সুস্থ আছেন বলেও জানান এই ইউপি সদস্য। 

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, এই দুর্ঘটনার বিষয়ে আমরা অবগত নয়। তবে এখন আমরা খোঁজ নিয়ে দেখছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow