মে মাসে ধর্ষণের শিকার ৬২ জন: মহিলা পরিষদ

3 months ago 56

চলতি বছরের মে মাসে সারাদেশে বিভিন্ন ঘটনায় মোট ২৪৩ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৬২ জন।

রোববার (২ জুন) বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড উপ-পরিষদ কর্তৃক প্রকাশিত এবং সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত একটি প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।

প্রতিবদেনে বলা হয়েছে, গত মে মাসে নারী ও শিশুকন্যাসহ মোট ২৪৩ জন নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৪০ জন কন্যাসহ ৬২ জন। তারমধ্যে ১২ জন কন্যাসহ ২০ জন সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে, ২ জন কন্যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, ১ জন ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে এবং ৩ জন কন্যাসহ ৭ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। যৌন নিপীড়নের শিকার হয়েছে ২২ জন কন্যাসহ ২৩ জন। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ৬ জন কন্যাসহ ৭ জন, এরমধ্যে ১ জন কন্যা উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছে।

প্রতিবেদন অনুযায়ী, নারী ও কন্যা পাচারের ঘটনা ঘটেছে ২টি। অগ্নিদগ্ধের শিকার হয়েছে ২ জন, এর মধ্যে ১ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ৫ জন, এরমধ্যে ২ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১১ জন, এরমধ্যে ২ জন কন্যা। পারিবারিক সহিংতায় শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে ৩টি। ১ জন কন্যা গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটেছে।

‘বিভিন্ন কারণে ৭ জন কন্যাসহ ৪৬ জনকে হত্যা করা হয়েছে। এছাড়াও ৪ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ৩ জন কন্যাসহ ২২ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৫ জন কন্যাসহ ২০ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে, এরমধ্যে ১ জন কন্যা আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে। ৩ জন কন্যাসহ ৪ জন অপহরণের শিকার এবং ১ জন কন্যাকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। ৩ জন কন্যাসহ ৪ জন সাইবার ক্রাইমের শিকার হয়েছে। বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ২টি। বাল্যবিবাহের ঘটনা প্রতিরোধ করা হয়েছে ৫টি।’

এ ছাড়াও প্রতিবেদনে ৫ জন কন্যাসহ ১২ জন নারী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে বলে উল্লেখ করা হয়। দেশের বহুল প্রচারিত ১৩ টি জাতীয় দৈনিক পত্রিকা বিশ্লেষণের মাধ্যমে সংগঠনটির লিগ্যাল এইড উপ-পরিষদ প্রতি মাসে এই প্রতিবেদন প্রকাশ করে থাকে।

এমএইচএ/জেএইচ/জিকেএস

Read Entire Article