চাঁদপুরের মতলব উত্তরে কোস্টগার্ড ও নৌ পুলিশের যৌথ অভিযানে মেঘনা নদী থেকে বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার দিনগত গভীর রাতে মেঘনা নদীতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল দল ও মতলব উত্তর মোহনপুর নৌপুলিশ ওই এলাকায় অভিযান চালায়। ডাকাতদল অভিযানের টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে কোস্টগার্ড ও নৌ পুলিশের ধাওয়া করলে ডাকাতদল তাদের একটি স্পিডবোট খালের মধ্যে রেখে পালিয়ে যায়।
এসময় স্পিডবোটে থাকা একটি একনলা বন্দুক, পাঁচটি ছুরি, একটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, দুটি অ্যান্ড্রোয়েড মোবাইল জব্দ করা হয়। জব্দ করা স্পিড বোট এবং সব ধরনের অস্ত্র ও মোবাইলসমূহ আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আলুবাজার নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এমএসআই/এমআইএইচএস