মেঘনা ব্যাংকের ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

2 months ago 6

মেঘনা ব্যাংক পিএলসির ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) রাজধানীর মহাখালীর মেডোনা টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারপারসন উজমা চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মো. আলি আকতার রিজভী এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাস্মদ মামুনুল হক।

সভায় স্বতন্ত্র পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন মো. রজব আলী, মোহাম্মদ নজরুল ইসলাম ও হাবিবুর রহমান। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আহ্সান খলিল এবং ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি সজীব কুমার সাহাসহ শেয়ারহোল্ডাররা সভায় অংশ নেন।

সভায় ব্যাংকের ভবিষ্যৎ লক্ষ্য ও কার্যক্রমের রূপরেখা তুলে ধরা হয় এবং জানানো হয়, মেঘনা ব্যাংক আর্থিক অন্তর্ভুক্তি, অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ইএআর/বিএ/এমএস

Read Entire Article