মেঘনায় ইলিশ ধরায় ৯ জেলের কারাদণ্ড

2 hours ago 5

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৯ জেলেকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাকি পাঁচ জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার।

চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, দিনভর মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান চালিয়ে ১৪ জেলেকে আটক করা হয়। এরমধ্যে পাঁচ জেলকে সাতদিন ও চার জেলেকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বাকি পাঁচজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদেরকে মুসলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এছাড়াও অভিযানের জেলেদের হেফাজতে থাকা তিনটি ইঞ্জিনচালিত নৌকা, ৩৫ হাজার মিটার অবৈধ কারেন্টজাল ও ৩৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। কারেন্টজাল কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দকৃত ইলিশ স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

শরীফুল ইসলাম/আরএইচ/জেআইএম

Read Entire Article