মেঘনায় গুলি করে দুজনকে হত্যা: দুদিনেও হয়নি মামলা

4 days ago 5

নৌ-পথের নিয়ন্ত্রণ ও বালু উত্তোলন নিয়ে প্রতিপক্ষের গুলিতে দুজন নিহতের ঘটনার দুদিন পার হলেও মামলা হয়নি।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিহত রাসেল ও রিফাতের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। তবে বৃহস্পতিবার হত্যাকাণ্ডের ঘটনার শনিবার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে ঘটনাটি মুন্সিগঞ্জ অংশে না কি চাঁদপুরের সীমানায় তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনাস্থল নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে চাঁদপুর ও মুন্সিগঞ্জ নৌ-পুলিশের। তবে নিহতের স্বজনরা সুবিধাজনক জায়গায় মামলা করতে পারবেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

চাঁদপুর নৌ-পুলিশের সুপার মুশফিকুর রহমান বলেন, ঘটনাস্থল ঘুরে গুগল ম্যাপে দেখা গেছে সীমানাটি মুন্সিগঞ্জের। সেখানকার ঘটনাস্থলটি দুর্গম একটি চর। তবে স্বজনরা যেখানে চাইবে সেই থানাতে মামলা করতে পারবেন।

নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ জোনের নৌ-পুলিশের পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, ঘটনাস্থল কোথায় তা বড় ফ্যাক্টর নয়। হতাহতদের পরিবার যেখানে মামলা করবে, সেখানে মামলা হবে। তবে ঘটনাস্থল হচ্ছে চাঁদপুর। আহত একজন আমাদের বলেছেন, ঘটনাস্থল চাঁদপুরের দুর্গম চরের মেঘনায়। আজ মাত্র ময়নাতদন্ত হয়েছে। দাফন-কাফনের পর মামলা করবে পরিবার।

অন্যদিকে নিহতদের নামে ডাকাতি ও দস্যুতার ঘটনায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তারা মেঘনার ডাকাত চক্রের জহিরুল ইসলাম ওরফে কানা জহির গ্রুপের সদস্য হয়ে কাজ করছিলেন।

বৃহস্পতিবার রাতে হত্যাকাণ্ডের পর উত্তপ্ত হয়ে উঠেছে মেঘনাপার। শুক্রবার সকালে কানা জহির পক্ষের পাল্টা হামলায় পিংকি আক্তার (২০) নামে এক অন্তঃসত্ত্বা নারী গুলিবিদ্ধ হন। পরে ওইদিন বিকেলে শহরের শ্রীপল্লী এলাকার একটি বেসরকারি ক্লিনিকে সিজারের মাধ্যমে পুত্র সন্তান জন্ম দেন তিনি।

এ ঘটনায় শুক্রবার রাতে কানা জহিরের ভাই শাহীন বেপারীসহ ১২ জনকে আসামি করে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, এসব ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আরাফাত রায়হান সাকিব/জেডএইচ/এমএস

Read Entire Article