নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলার ডুবে দুই জেলে নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও দুজন। এ ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে বুড়ির ইউনিয়নের দোনাঘাটের দক্ষিণে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বুড়িরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আব্দুল আলীর ছেলে আব্দুল হাসেম (৫০) ও একই এলাকার মো. মোস্তফার ছেলে মো. জুয়েল (২৭)। তারা সম্পর্কে মামা ভাগনে।
স্থানীয় বাসিন্দা মো. নুরনবী জাগো নিউজকে বলেন, বৃহস্পতিবার রাতে ২৪ জন মাঝি একটি ট্রলার নিয়ে মাছ ধরতে নদীতে যান। ভোরে ফেরার সময় ডুবোচরে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। এতে ২০ জন সাঁতরে কূলে এলেও চারজন নিখোঁজ থাকেন।
তিনি আরও বলেন, খবর পেয়ে সকালে স্থানীয়রা ট্রলারটি টেনে তল্লাশি করে দুজনের মরদেহ উদ্ধার করে। এখনো দেলোয়ার ও ইরান নামে দুজনকে পাওয়া যাচ্ছে না। তারাও বুডিচর ইউনিয়নের বাসিন্দা। হতাহতদের পরিবারের চলছে শোকের মাতম।
নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ টিটু কুমার নাথ জাগো নিউজকে বলেন, অতিরিক্ত কুয়াশার কারণে ট্রলারটি ডুবচরে ধাক্কা লেগে উল্টে যায়। খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে যায়। নিখোঁজ জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন জাগো নিউজকে বলেন, এ ঘটনায় হতাহতদের পরিবারের খোঁজ নেওয়া হচ্ছে। কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।
ইকবাল হোসেন মজনু/জেডএইচ/এমএস