চাঁদপুরের হাইমচর মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ৫০ মণ জাটকা ও একটি ট্রলার জব্দসহ ৯ জনকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানান কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ জানুয়ারি) মধ্যরাত ৩টায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর ও বিসিজি আউটপোস্ট হাইমচর কর্তৃক চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী এলাকা সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
ওই এলাকা থেকে একটি কাঠের ট্রলার তল্লাশি করা হয়। এ সময় দুই হাজার কেজি জাটকা ও ট্রলারসহ ৯ জনকে আটক করা হয়।
পরে জব্দ করা জাটকা হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদরাসা, এতিমখানা, গরিব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, জব্দ ট্রলার হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার কাছে এবং আটকদের হাইমচর থানা পুলিশে কাছে হস্তান্তর করা হয়েছে।
শরীফুল ইসলাম/এমআরএম