মেঘনায় মালবাহী ট্রলার ডুবি 

2 months ago 6
নোয়াখালী হাতিয়ার মেঘনা নদীতে প্রচণ্ড বাতাস ও উত্তাল ঢেউয়ের তোড়ে এমভি শরিফ-১ নামে একটি মালবাহী ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (১৬ জুন) বিকেলে চট্টগ্রাম থেকে হাতিয়া আসার পথে সন্দ্বীপ ও ভাসানচরের মাঝামাঝি মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।  জানা যায়, চট্টগ্রাম থেকে এমভি শরিফ-১ নামের একটি মালবাহী ট্রলার হাতিয়ার তমরুদ্দি ঘাটের উদ্দেশে রওনা দেয়। সন্ধীপ ও ভাসানচরের মাঝামাঝি স্থানে প্রচণ্ড বাতাস ও উত্তাল ঢেউয়ের তোড়ে ট্রলারটির তলা ফেটে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ৬ জন মাঝিমাল্লা পার্শ্ববর্তী একটি জাহাজে আশ্রয় নিলেও ট্রলারটির আর খোঁজ মিলেনি। ট্রলারের মালিক আমির হোসেন মাঝি নিজেই ট্রলারটি চালিয়ে আসছিলেন।  ট্রলারের মালিক আমির হোসেন মাঝি বলেন, সোমবার সকালে ট্রলারটি নিয়ে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ হয়ে হাতিয়ার উদ্দেশে যাত্রা করি। সেটি হাতিয়ার কাছাকাছি ভাসানচর পাশে বাতাস ও প্রচণ্ড ঢেউয়ের মধ্যে পড়ে। এক পর্যায়ে ঢেউটিন, রড, সিমেন্ট ও মুদি মালামালসহ প্রায় ছয় কোটি টাকার মালামাল নিয়ে ট্রলারটি নদীতে ডুবে যায়।  ননলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফয়সাল কালবেলাকে বলেন, ট্রলার ডুবির বিষয়টি শুনেছি, তবে এখনো সঠিক লোকেশন জানতে পারিনি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি। ট্রলারে থাকা মালামাল উদ্ধারের বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করা হবে। আজকে আবহাওয়া ভালো না থাকায় নদী ও সাগরে প্রচণ্ড বাতাস ছিল।
Read Entire Article