মেঝেতে পানি পড়ে গেলে তা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু তেল পড়ে গেলে পরিস্থিতি একেবারেই আলাদা। মেঝের তেল শুধু কাপড় দিয়ে মুছলেই পিচ্ছিল ভাব দূর হয় না।বরং এই তেলমাখা মেঝে হয়ে উঠতে পারে বিপজ্জনক। পা পিছলে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই তেল পড়লে মেঝে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করা জরুরি।
আসুন জেনে নেওয়া যাক ঘরের মেঝেতে তেল পড়লে কীভাবে পরিষ্কার করবেন-
১. খবরের কাগজ দিয়ে পরিষ্কার করা
মেঝেতে হঠাৎ তেল পড়ে গেলে পানি দিয়ে মোছার চেষ্টা না করে খবরের কাগজ বা ব্লটিং পেপার দিয়ে পরিষ্কার করুন। কয়েকটি কাগজ মেঝের উপর বিছিয়ে দিলেই, এগুলো তেল শুষে নেবে। প্রয়োজনে দু-তিনবার কাগজ পরিবর্তন করে তেল পরিষ্কার করুন। এতে মেঝের তেলতেলে ভাব অনেকটাই কমে গিয়ে মেঝে থাকবে নিরাপদ ।
২. সাবানের পানি দিয়ে মেঝে পরিষ্কার করুন
ঘর মোছার বালতিতে পানি নিয়ে তাতে কয়েক ফোঁটা তরল সাবান মিশিয়ে নিন। চাইলে কাপড় কাচার সাবান বা শ্যাম্পুও ব্যবহার করতে পারেন। এবার এই মিশ্রণটি দিয়ে মেঝে ভালোভাবে মুছে নিন। এতে তেলতেলে ভাব অনেকটাই কমে যাবে। তবে মনে রাখবেন, এই কাজ করার পরেও অনেক সময় মেঝে কিছুটা চটচটে থাকতে পারে। এমন অবস্থায় পিছলে যাওয়ার আশঙ্কা থাকে, তাই সাবধানে পা রাখুন।
৩. বেকিং সোডার সাহায্য নিন
মেঝের তেলতেলে ভাব দূর করতে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। তেল পড়া অংশের উপর বেকিং সোডা ছড়িয়ে দিন। প্রায় দশ মিনিট অপেক্ষা করার পর সাবানের পানি দিয়ে মেঝে মুছে নিন। ফলে তেলচিটে ভাব সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে এবং একবারও মনে হবে না যে সেখানে কখনো তেল পড়েছিল।
৪. সাদা ভিনেগার ও ডিটারজেন্টের ব্যবহার করে
মেঝেতে তেল পড়লে তেলতেলে ভাব দূর করতে এক ভাগ সাদা ভিনেগার এবং এক ভাগ ডিটারজেন্ট পানির সঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি মেঝের তেল পড়া অংশে লাগান। কয়েক মিনিট অপেক্ষা করার পর কাপড় দিয়ে মুছে ফেলুন। এতে তেলতেলে ভাব অনেকটা দূর হয়ে যাবে এবং মেঝে হবে পরিষ্কার ও নিরাপদ।
সূত্র :দ্য স্প্রুস, গুড হাউসকিপিং, বেটার হোমস অ্যান্ড গার্ডেনস
আরও পড়ুন
কাচের বাসনে দাগ? ঘরোয়া উপায়েই ফিরিয়ে আনুন উজ্জ্বলতা
বিছানার তোশক পরিষ্কার করার সহজ উপায়
এসএকেওয়াই/এমএস

2 hours ago
5









English (US) ·