মেটা প্রথমবারের মতো বিল্ট-ইন ডিসপ্লে সমৃদ্ধ স্মার্ট গ্লাস উন্মোচন করেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সিইও মার্ক জুকারবার্গ প্রকাশ্যে নতুন প্রজন্মের মেটা রে-বেন ডিসপ্লে গ্লাস প্রদর্শন করেন।
নতুন গ্লাসটির ডান লেন্সে একটি ছোট ডিসপ্লে থাকবে, যেখানে নোটিফিকেশনসহ গুরুত্বপূর্ণ তথ্য দেখা যাবে। সঙ্গে থাকবে রিস্টব্যান্ড কন্ট্রোলার, যা হাতের অঙ্গভঙ্গি সনাক্ত করে ব্যবহারকারীর কমান্ডে রূপান্তর করবে।... বিস্তারিত