মেট্রো স্টেশনে সাইকেল পার্কিং ব্যবস্থার পরিকল্পনা ডিএনসিসির

3 months ago 8

মেট্রোরেল ব্যবহারকারীদের মধ্যে যারা সাইকেল ব্যবহার করে মেট্রোরেল স্টেশনে যায় তাদের জন্য মেট্রোরেল স্টেশনে সাইকেল পার্কিং ব্যবস্থার পরিকল্পনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সোমবার (১৯ মে) ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিজস্ব ফেসবুক পেজে এক পোস্ট করে জানানো হয়, ডিএনসিসি ইনোভেশন ল্যাব বর্তমানে ঢাকার মেট্রো স্টেশনগুলোতে সাইকেল পার্কিং স্টেশন তৈরির সম্ভাবনা অনুসন্ধান করছে। তারা এর জন্য একটি জরিপ পরিচালনা করছে। সেই জরিপে অংশ নেওয়ার জন্য নগরবাসীকে অনুরোধ জানানো হয়।

বিষয়টি নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজ আহমেদও তার ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি উল্লেখ করে পোস্ট করেছেন।

জরিপে জানতে চাওয়া হয়েছে-ব্যবহারকারীর বয়স, জেন্ডার, পেশা, বর্তমানে কোন এলাকায় বসবাস করছে, কতবার মেট্রোরেল ব্যবহার করে, কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান কোন এলাকায়, সাইকেল চালাতে পারে কী না, সাইকেল আরোহীদের জন্য ঢাকায় কীভাবে উপযুক্ত পরিবেশ তৈরি করা যায় এমন একটি পরামর্শসহ এসব তথ্য জানতে চাওয়া হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, মূলত তারা এই জরিপ পরিচালনা করে যদি দেখে মানুষ সাইকেল ব্যবহার করে মেট্রো স্টেশনে যেতে চাই এবং সেখানকার পার্কিংয়ে সাইকেল রেখে তারা মেট্রোতে করে কর্মক্ষেত্রে যাবে। আবার ফিরে এসে সেই পার্কিং থেকে সাইকেল নিয়ে ফের তার বাসায় ফিরে যেতে আগ্রহী- তাহলে তারা মেট্রোরেল স্টেশনগুলোতে নির্দিষ্ট ফির মাধ্যমে সাইকেল পার্কিংয়ের ব্যবস্থা করবে। তাদের দাবি এতে করে মানুষ সাইকেল চালিয়ে যাতায়াতে অভ্যস্ত হবে।

Read Entire Article