মেট্রোরেল লাইনের ওপর পড়ল ড্রোন, অতঃপর...
রাজধানীতে মেট্রোরেলের লাইনের ওপর ড্রোন পড়ে যাওয়ায় চলাচল ৯ মিনিট বন্ধ ছিল। শনিবার (২২ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এতে বলা হয়, মেট্রোরেলের সম্মানিত যাত্রীসাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝে মেট্রোরেল লাইনের ওপর ড্রোন পতিত হওয়ায় মেট্রোরেল চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। তবে ড্রোন অপসারণ করামাত্র ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। বিজ্ঞপ্তিতে সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশও করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। উল্লেখ্য, সম্প্রতি মেট্রোরেল কর্তৃপক্ষের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। নাশকতাসহ যেকোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি মোকাবিলায় সতর্কতার অংশ হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হয়। গত ৯ নভেম্বর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের সই এক অফিস আদেশে ছুটি বাতিলের বিষয়টি জানানো হয়। ওইদিন ডিমটিসিএলের অফিস আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমটিসি
রাজধানীতে মেট্রোরেলের লাইনের ওপর ড্রোন পড়ে যাওয়ায় চলাচল ৯ মিনিট বন্ধ ছিল। শনিবার (২২ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
এতে বলা হয়, মেট্রোরেলের সম্মানিত যাত্রীসাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝে মেট্রোরেল লাইনের ওপর ড্রোন পতিত হওয়ায় মেট্রোরেল চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। তবে ড্রোন অপসারণ করামাত্র ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।
বিজ্ঞপ্তিতে সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশও করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, সম্প্রতি মেট্রোরেল কর্তৃপক্ষের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। নাশকতাসহ যেকোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি মোকাবিলায় সতর্কতার অংশ হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হয়। গত ৯ নভেম্বর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের সই এক অফিস আদেশে ছুটি বাতিলের বিষয়টি জানানো হয়।
ওইদিন ডিমটিসিএলের অফিস আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমটিসিএলের মেট্রোরেল ভবন, ডিপো এলাকা, মেট্রোরেল স্টেশন, ডিএমটিসিএলের আওতাধীন বিভিন্ন প্রকল্প ও সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনায় নিয়োজিত কর্মকর্তা–কর্মচারীর সব ধরনের ছুটি বাতিল করা হলো।
What's Your Reaction?