‘মেড ইন ইউএসএ’ লেখা অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী আটক 

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ এক চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।  আটক বিল্লাল হোসেন (৪২) ওই গ্রামের মৃত মাদার আলী বিশ্বাসের ছেলে। সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিল্লাল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে একটি ‘মেড ইন ইউএসএ’ ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মেজর এম এ এন রওশন আলম। আটকের পর বিল্লাল হোসেনকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে। মুজিবনগর থানা সূত্রে জানা গেছে, আটক বিল্লাল হোসেন একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চোরাচালান, মানি লন্ডারিং, অনলাইন বেটিং ও ক্যাসিনো ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে একটি নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে মুজিবনগর থানার ওসি জাহিদুল ইসলাম কালবেলাকে বলেন, আটককৃত বিল্লাল হোসেনকে সেনাবাহিনী থানায় সোপর্দ করেছে। অস্ত্র আইনে তার বিরুদ্ধে এ

‘মেড ইন ইউএসএ’ লেখা অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী আটক 

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ এক চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। 

আটক বিল্লাল হোসেন (৪২) ওই গ্রামের মৃত মাদার আলী বিশ্বাসের ছেলে।

সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিল্লাল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে একটি ‘মেড ইন ইউএসএ’ ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মেজর এম এ এন রওশন আলম। আটকের পর বিল্লাল হোসেনকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

মুজিবনগর থানা সূত্রে জানা গেছে, আটক বিল্লাল হোসেন একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চোরাচালান, মানি লন্ডারিং, অনলাইন বেটিং ও ক্যাসিনো ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে একটি নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে মুজিবনগর থানার ওসি জাহিদুল ইসলাম কালবেলাকে বলেন, আটককৃত বিল্লাল হোসেনকে সেনাবাহিনী থানায় সোপর্দ করেছে। অস্ত্র আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow