দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের প্রাপ্ত ফলাফল থেকে তিন নম্বর কাটা হবে। এছাড়া প্রথমবার ভর্তি হয়ে যারা দ্বিতীয়বার পরীক্ষায় অংশগ্রহণ করছে এমন শিক্ষার্থীদের কাটা হবে ছয় নম্বর।
মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ ও ইউনিটের জন্য ‘এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫’ এ এসব তথ্য জানানো হয়।
নীতিমালা অনুযায়ী, দ্বিতীয়বার মেডিকেলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের এইচএসসি বা সমমান পরীক্ষায় পাস প্রার্থীদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বর থেকে তিন নম্বর কাটা হবে। এছাড়া আগের বছর যারা সরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ভর্তি হয়েছেন- এমন পরীক্ষার্থীদের ক্ষেত্রে সর্বমোট নম্বর থেকে ছয় নম্বর কাটা হবে।
২০০ মার্কের ভর্তি পরীক্ষা
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএকে মোট ১০০ নম্বর হিসাবে নির্ধারণ করা হবে। এর মধ্যে সদ্য পাস করা এইচএসসি (উচ্চ মাধ্যমিক) বা সমমানের জিপিএকে ১০ গুন ও মাধ্যমিকে বা এসএসসিতে প্রাপ্ত জিপিএকে ১০ গুন করে তার সঙ্গে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর যোগফলের ভিত্তিতে করা হবে মেধাতালিকা।
অন্যদিকে লিখিত পরীক্ষায় এইচএসসি বা সমমান সিলেবাস অনুযায়ী ১০০টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটির জন্য এক মার্ক করে ১০০ মার্কের পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের জীববিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থবিজ্ঞান-২০, ইংরেজি-১৫ ও সাধারণ জ্ঞান-১০ নম্বরের উত্তর দিতে হবে। পরীক্ষা হবে এক ঘণ্টা।
নীতিমালা অনুযায়ী, লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। ভর্তি পরীক্ষায় ৪০ নম্বরের কম প্রাপ্তরা দেশে ভর্তি ও বিদেশে এমবিবিএস, বিডিএস বা সমতুল্য কোর্সে ভর্তির অনুমতির জন্য অকৃতকার্য হবে।
এএএম/ইএ/জেআইএম