মেডেল নিয়েই বিদায়, এমবাপ্পের ইঙ্গিতে মাঠ ছাড়ল রিয়াল

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হারের পর পুরস্কার বিতরণী মঞ্চেই আলোচনার জন্ম দিলেন কিলিয়ান এমবাপ্পে। রানার্সআপের মেডেল গ্রহণের পর মাঠে আর অবস্থান না করে সতীর্থদের উদ্দেশ্যে ড্রেসিংরুমে ফিরে যাওয়ার ইশারা করেন রিয়াল মাদ্রিদের এই ফরাসি তারকা। জেদ্দায় অনুষ্ঠিত ফাইনালে এফসি বার্সেলোনা ৩-২ গোলে হারায় রিয়াল মাদ্রিদকে। ম্যাচ শেষে নিয়ম অনুযায়ী গার্ড অব অনার সম্পন্ন হলেও, বার্সেলোনার শিরোপা উদযাপন চলাকালে এমবাপ্পে আর মাঠে থাকেননি। বরং তিনি দ্রুত সতীর্থদের নিয়ে মাঠ ছাড়ার উদ্যোগ নেন, যাতে প্রতিপক্ষের উৎসবের শেষ দৃশ্য প্রত্যক্ষ করতে না হয়। এই আচরণ সামাজিক মাধ্যমে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ এটিকে পরাজয় মেনে না নেওয়ার প্রতীক হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন—এটি একজন প্রতিদ্বন্দ্বী তারকার স্বাভাবিক প্রতিক্রিয়া। উল্লেখ্য, হাঁটুর চোটের কারণে এমবাপ্পেকে খুব সতর্কভাবে এই ফাইনালের জন্য প্রস্তুত করা হয়েছিল। মাত্র একটি অনুশীলন সেশন করেই মাঠে নামেন তিনি। ম্যাচে সীমিত সময় খেললেও তার পাস থেকেই আর্দা গুলারের একটি বড় সুযোগ তৈরি হয়েছিল, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারত। সব মিলিয়ে ফাইনালে এমবাপ্পে খেলেছে

মেডেল নিয়েই বিদায়, এমবাপ্পের ইঙ্গিতে মাঠ ছাড়ল রিয়াল
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হারের পর পুরস্কার বিতরণী মঞ্চেই আলোচনার জন্ম দিলেন কিলিয়ান এমবাপ্পে। রানার্সআপের মেডেল গ্রহণের পর মাঠে আর অবস্থান না করে সতীর্থদের উদ্দেশ্যে ড্রেসিংরুমে ফিরে যাওয়ার ইশারা করেন রিয়াল মাদ্রিদের এই ফরাসি তারকা। জেদ্দায় অনুষ্ঠিত ফাইনালে এফসি বার্সেলোনা ৩-২ গোলে হারায় রিয়াল মাদ্রিদকে। ম্যাচ শেষে নিয়ম অনুযায়ী গার্ড অব অনার সম্পন্ন হলেও, বার্সেলোনার শিরোপা উদযাপন চলাকালে এমবাপ্পে আর মাঠে থাকেননি। বরং তিনি দ্রুত সতীর্থদের নিয়ে মাঠ ছাড়ার উদ্যোগ নেন, যাতে প্রতিপক্ষের উৎসবের শেষ দৃশ্য প্রত্যক্ষ করতে না হয়। এই আচরণ সামাজিক মাধ্যমে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ এটিকে পরাজয় মেনে না নেওয়ার প্রতীক হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন—এটি একজন প্রতিদ্বন্দ্বী তারকার স্বাভাবিক প্রতিক্রিয়া। উল্লেখ্য, হাঁটুর চোটের কারণে এমবাপ্পেকে খুব সতর্কভাবে এই ফাইনালের জন্য প্রস্তুত করা হয়েছিল। মাত্র একটি অনুশীলন সেশন করেই মাঠে নামেন তিনি। ম্যাচে সীমিত সময় খেললেও তার পাস থেকেই আর্দা গুলারের একটি বড় সুযোগ তৈরি হয়েছিল, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারত। সব মিলিয়ে ফাইনালে এমবাপ্পে খেলেছেন মাত্র ১৪ মিনিট। তবে তার উপস্থিতি ফল বদলাতে পারেনি। এটি রিয়াল মাদ্রিদের হয়ে তার তৃতীয় ফাইনাল ছিল—এবং দুর্ভাগ্যজনকভাবে এবারও শিরোপা জেতা হলো না। অতীতেও একটি ফাইনালে পরাজয়ের সাক্ষী ছিলেন এমবাপ্পে, যেখানে তিনি বেঞ্চে বসেই ম্যাচ শেষ করেছিলেন। মাঠের ভেতরের ফলের চেয়েও, এই ফাইনালের পর এমবাপ্পের নীরব ইঙ্গিত আর দ্রুত প্রস্থানই আপাতত আলোচনার কেন্দ্রে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow