মেনন ফের ৫ দিনের রিমান্ডে

3 months ago 62

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুট ব্যবসায়ী মো. মনির হত্যায় শাহবাগ থানার মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (২ জুন) শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম এমএ আজহারুল ইসলাম এ আদেশ দেন।

এছাড়া যাত্রাবাড়ী থানায় সাজেদুর রহমান ওমর নিহতের মামলায় সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসানকে এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানার এক হত্যাচেষ্টা মামলায় ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগ নেত্রী শামীমা আক্তারকে গ্রেপ্তার দেখান একই আদালত। 

এদিন আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক আসামি রাশেদ খান মেননের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবুল হাসানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন পিবিআইয়ের এসআই আমিরুল ইসলাম মীর। তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ শামীমা আক্তারকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। 

প্রথমে আদালত দুই আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর রাশেদ খান মেননের রিমান্ডের বিষয়ে শুনানি হয়। রাষ্ট্রপক্ষে আজিজুল হক (দিদার) রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। রাশেদ খান মেননের পক্ষে তানভীর আহমেদ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ডের আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক (দিদার) এসব তথ্য জানান।

এদিকে মনির হত্যা মামলার অভিযোগ থেকে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট শাহবাগ থানাধীন চানখাঁরপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী গত ১৪ মার্চ শাহবাগ হত্যা মামলা করেন।

সাজেদুর রহমান ওমর হত্যা মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২১ জুলাই দুপুর আড়াইটার দিকে যাত্রাবাড়ী থানাধীন কাজলা ফুটওভার ব্রিজের নিচে ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন সাজেদুর রহমান ওমর।  বিকেলে আসামিদের আক্রমণে মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট মারা যান তিনি। এ ঘটনায় ৩ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় সৈয়দ তানভীর আহমেদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮১ জনকে আসামি করে মামলা করেন।

Read Entire Article