মেন্টরস স্টাডি এব্রোডের আয়োজনে অস্ট্রেলিয়া অ্যাপ্লিকেশন ডে

2 hours ago 2
অস্ট্রেলিয়ার স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে মেন্টরস স্টাডি এব্রোড আয়োজন করতে যাচ্ছে অস্ট্রেলিয়া অ্যাপ্লিকেশন ডে।  আগামী শনিবার (০৪ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে অবস্থিত মেন্টরস স্টাডি এব্রোডের ব্রাঞ্চে প্রোগ্রামটি অনুষ্ঠিত হতে হবে। উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের মাঝে অস্ট্রেলিয়া বরাবরই জনপ্রিয়। দেশটিতে আছে বিশ্বের শীর্ষস্থানীয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নানাবিধ বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করার সুযোগ। তবে, প্রায়ই শিক্ষার্থীরা এ ব্যাপারে সঠিক তথ্য অথবা আবেদনের ক্ষেত্রে সঠিক সাপোর্ট কোথায় পাবেন, তা নির্ণয় করতে পারেন না। তাদের সেই সমস্যা সমাধান করতেই এই অ্যাপ্লিকেশন ডে-তে অংশগ্রহণ করবেন অস্ট্রেলিয়ার স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। আগ্রহীরা তাদের কাছে পাবেন এসব বিশ্ববিদ্যালয়ে এডমিশন এবং স্কলারশিপের ব্যাপারে যাবতীয় সব তথ্য।  পাশাপাশি নিজেদের একাডেমিক এবং প্রফেশনাল প্রোফাইল যাচাই করে নেওয়ারও সুযোগ পাবেন তারা। এছাড়াও মেন্টরস স্টাডি এব্রোডের এক্সপার্ট কাউন্সেলরদের সাহায্যে তারা পাবেন নিজের পছন্দের বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তির জন্য আবেদন করবার সুযোগ। কেবল অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়েই নয়, অ্যাপ্লিকেশন ডে-তে আগ্রহী শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী হিসেবে যাওয়ার এবং থাকার ব্যাপারে বিভিন্ন প্রশ্নের উত্তর পাবেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং মেন্টরস স্টাডি এব্রোডের অভিজ্ঞ কাউন্সেরলরদের কাছ থেকে।
Read Entire Article