মেরিন সার্ভেয়ার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা অনুষ্ঠিত

1 month ago 8

মেরিন সার্ভেয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এফবিসিসিআই অধিভুক্ত) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) চট্টগ্রাম হোটেল আগ্রাবাদ কর্ণফুলী হলে সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে ক্যাপ্টেন সাখাওয়াত হোসাইন কমলকে প্রেসিডেন্ট, ক্যাপ্টেন মনুচেহের মোহাম্মদ ইকবালকে ভাইস প্রেসিডেন্ট, ক্যাপ্টেন আবু নাসের মোহাম্মদ আবদুল্লাহ মজুমদারকে জেনারেল সেক্রেটারি, ইঞ্জিনিয়ার মোহাম্মদ খালেকুজ্জামানকে অ্যাসিসট্যান্ট জেনারেল সেক্রেটারি, ইঞ্জিনিয়ার মনজুর আহমদকে ফাইনান্স সেক্রেটারি, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু তারেককে অ্যাসিসট্যান্ট ফাইন্যান্স সেক্রেটারি, ক্যাপ্টেন আনিস আহমেদ খান, ক্যাপ্টেন নাইমুল হক ও ক‍্যাপ্টেন আবদুল বাতেনকে কার্যকরী সদস্য মনোনীত করে ৯ সদস্যবিশিষ্ট ২০২৫-২০২৭ সেশনের কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়। 

এ ছাড়া ঢাকা ও খুলনা অঞ্চলের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট যথাক্রমে ক্যাপ্টেন সৈয়দ আমির আহমদ এবং ক্যাপ্টেন এসকে তোসাদ্দেক হোসেন পদাধিকারবলে কার্যকরী পরিষদের সদস্য হন।

দেশের জাতীয় আমদানি-রপ্তানি বাণিজ্য ও শিপিং সেক্টরে মেরিন সার্ভেয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এ ছাড়া মেরিন সার্ভে ও কনসালট্যান্সি কার্যক্রমের মাধ্যমে এ সংগঠনের সদস‍্যরা উল্লেখযোগ্য পরিমাণে বৈদেশিক মুদ্রা আহরণ করে রাষ্ট্রীয় কোষাগার সমৃদ্ধ করে চলেছেন। 

Read Entire Article