মেসি-রোনালদোর রেকর্ড ভেঙে হলান্ডের ইতিহাস

2 months ago 8
ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা লিওনেল মেসি নয়, মাত্র ২৪ বছর বয়সেই ফুটবল বিশ্বের চোখধাঁধানো এক মাইলফলকে পৌঁছে গেলেন ম্যানসিটির গোলমেশিন আর্লিং হলান্ড। ম্যানচেস্টার সিটির হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে জুভেন্টাসের বিপক্ষে ম্যাচে গোল করে ৩০০ গোলের ক্লাবে পা রাখলেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। আর এই কীর্তি গড়তে তিনি সময় নিলেন মেসি-রোনালদোর চেয়েও অনেক কম ম্যাচ! অরল্যান্ডোতে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের গ্রুপ ‘জি’-এর শেষ ম্যাচে ৫-২ ব্যবধানে জিতেছে ম্যানচেস্টার সিটি। ওই ম্যাচেই দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে মাঠে নেমে নিজের তৃতীয় স্পর্শেই গোল আদায় করে নেন হালান্ড। কাছ থেকে বল জালে জড়ানো সেই গোলে তার ক্যারিয়ার গোল সংখ্যা পৌঁছায় ঠিক ৩০০-তে। হলান্ডের এই কীর্তি আরও বিশেষ হয়ে ওঠে তার ম্যাচ সংখ্যার তুলনায়। ৩৭০টি ম্যাচেই ৩০০ গোল করেছেন তিনি—যেখানে খেলেছেন মোল্ডে, আরবি সালজবুর্গ, বরুসিয়া ডর্টমুন্ড, ম্যানচেস্টার সিটি এবং নরওয়ে জাতীয় দলের হয়ে। বিশ্বখ্যাত ফরোয়ার্ডদের তুলনায় হালান্ড অনেক এগিয়ে— খেলোয়াড় ৩০০ গোল পেতে ম্যাচ বয়স হলান্ড ৩৭০ ২৪ লিওনেল মেসি ৪১৮ ২৫ কিলিয়ান এমবাপ্পে ৪০৯ ২৫ ক্রিশ্চিয়ানো রোনালদো ৫৫৪ ২৭ ম্যাচ শেষে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা বলেন, ‘২৪ বছর বয়সে ৩০০ গোল—অভিনন্দন হালান্ডকে। স্ট্রাইকারদের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। ছোট জায়গায় গোল করায় ওর পারদর্শিতা দারুণ। ও আসলেও অসাধারণ।’ এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সিটি, আর শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ এইচ-এর রানার-আপ আল হিলাল, ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ জুলাই, বাংলাদেশ সময় সকাল ৭টায়, অরল্যান্ডোতে। ২৪ বছর বয়সে এমন এক রেকর্ড, যেখানে মেসি-রোনালদোর নামও পিছনে—আর্লিং হলান্ড যেন নতুন যুগের স্ট্রাইকারদের এক প্রতীক। প্রশ্ন একটাই: এখান থেকেই কি শুরু তার কিংবদন্তি হয়ে ওঠার যাত্রা?
Read Entire Article