মেসি-সুয়ারেজ ঝলকে জয়ে ফিরল ইন্টার মায়ামি

3 months ago 52
অবশেষে ছন্দে ফিরল ইন্টার মায়ামি। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ—দুই কিংবদন্তির জোড়া গোলের জাদুতে দুর্বল মন্ট্রিয়ালকে ৪-২ ব্যবধানে হারিয়ে মেজর লিগ সকারে হারানো আত্মবিশ্বাস খুঁজে পেল ‘হেরনস’রা। এ ম্যাচ যেন ছিল পুরনো বার্সেলোনা দিনের পুনরাবৃত্তি। মাঠজুড়ে মেসির ছায়া, তাঁর পাস থেকে গোল, আর সুয়ারেজের ভয়ঙ্কর ফিনিশিং—সব মিলিয়ে মন্ট্রিয়ালকে দিশেহারা করে দিল দুজনের যুগলবন্দি। প্রথমার্ধটা ছিল তুলনামূলক শান্ত। যদিও ম্যাচে প্রথম গোলটা এসেছিল সেই চেনা মেসি স্টাইলে। সার্জিও বুসকেটসের সঙ্গে ওয়ান-টু খেলে বক্সের প্রান্ত থেকে বাঁ পায়ের বিখ্যাত কার্লিং শটে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন মহাতারকা। বিরতির পর যেন ঘুম ভাঙে ম্যাচের। গোলরক্ষক অস্কার উস্তারির দুটি চমৎকার সেভের পর মুহূর্তেই পাল্টে যায় দৃশ্যপট। মেসির থ্রু পাসে বক্সে বল পেয়ে ঠাণ্ডা মাথায় ফিনিশ করেন সুয়ারেজ। তিন মিনিট পর আবারও স্কোরশিটে নাম তোলেন তিনি—এইবার একটি ছুটে আসা বল গোলমুখে ঠেলেই। ৭৩ মিনিটে দান্তে সিলি একটি গোল করে মন্ট্রিয়ালকে সামান্য আশা জোগালেও তা টিকে থাকেনি। ম্যাচের শেষদিকে আবারও মেসি-সুয়ারেজ যুগলবন্দি। গোলরক্ষককে ফাঁকি দিয়ে মেসির আলতো চিপে মায়ামির চতুর্থ গোলটি হয়ে যায় নিশ্চিত। শেষ দিকে মন্ট্রিয়ালের আরেকটি গোল ফলাফলকে একটু সম্মানজনক করলেও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ছিল মায়ামির হাতে।
Read Entire Article