মেসিকে সেরা মানতে নারাজ রোনালদো!

8 hours ago 8
ফুটবল বিশ্বে এই প্রশ্নটা যেন চিরন্তন—মেসি নাকি রোনালদো, কে সেরা? বছরের পর বছর ধরে তর্ক, বিশ্লেষণ, আবেগ আর পরিসংখ্যানের হিসাবেও যার শেষ নেই। কিন্তু এবার নিজেই সেই বিতর্কে আগুনে ঘি ঢেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গানের সঙ্গে নতুন এক সাক্ষাৎকারে পর্তুগিজ তারকার স্পষ্ট জবাব—‘মেসি কি আমার চেয়ে ভালো? আমি একমত নই। আমি বিনয়ী হতে চাই না।’ মর্গান এই সাক্ষাৎকারটিকে বলছেন, “রোনালদোর জীবনের সবচেয়ে ব্যক্তিগত সাক্ষাৎকার।” পূর্ণ ভিডিও প্রকাশিত হবে ৪ নভেম্বর, তবে প্রকাশিত টিজারই এখন ফুটবল দুনিয়ায় তোলপাড়। এক মিনিটের সেই ক্লিপে দেখা যায়, মর্গান সরাসরি প্রশ্ন করেন—“অনেকে বলে মেসি তোমার চেয়ে ভালো, তুমি কী মনে করো?” রোনালদোর উত্তর ছিল সংক্ষিপ্ত কিন্তু গর্জনময়—“আমি সেই মতের সঙ্গে একমত নই।” এরপর মর্গান যখন সাবেক সতীর্থ ওয়েইন রুনির সেই মন্তব্যের প্রসঙ্গ তোলেন—যেখানে রুনি বলেছিলেন মেসি রোনালদোর চেয়ে শ্রেষ্ঠ—তখনও শান্ত গলায় সিআর৭ বলেন, “আমার কিছু যায় আসে না।” এই শান্ত আত্মবিশ্বাসই হয়তো রোনালদোর ক্যারিয়ারের মূল ভিত্তি। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার এখন সৌদি আরবের আল নাসর ক্লাবে খেলছেন, কিন্তু তার নামের জৌলুস এখনও কমেনি। সাক্ষাৎকারের একপর্যায়ে যখন মর্গান মজা করে বলেন, “তুমি তো সম্প্রতি বিলিয়নিয়ার হলে!”, রোনালদো হেসে জবাব দেন, “না, আমি অনেক বছর আগেই বিলিয়নিয়ার হয়েছি।” রোনালদোর এই উক্তিগুলো যেন আবার মনে করিয়ে দিল, তার আত্মবিশ্বাসই তাঁকে আলাদা করেছে বাকিদের থেকে। বয়স ৪০ ছুঁইছুঁই, তবু তার মনে এখনও প্রতিযোগিতার আগুন জ্বলছে—এমনটাই যেন ফুটে উঠল এই সাক্ষাৎকারে। তবে একথা ঠিক, রোনালদো যতই নিজের শ্রেষ্ঠত্বে নিশ্চিত থাকুন না কেন, ‘মেসি বনাম রোনালদো’ বিতর্ক থামবে না কখনোই। হয়তো স্কুলের মাঠে, ফুটবল ক্লাবের টেবিলে কিংবা কফিশপের আড্ডায়—এই তর্ক আরও বহু বছর টিকে থাকবে। কারণ, দুই মহাতারকার লড়াই এখন শুধু মাঠের নয়—এটা ইতিহাসেরও এক অনন্ত অধ্যায়।
Read Entire Article