প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ ভুলে যেতে চাইবেন লিওনেল মেসি। একে তো আর্জেন্টিনার অধিনায়কের মাঠের পারফরম্যান্সে ছিলেন বিবর্ণ, দলও হেরে গেছে ২-১ গোলে। রেফারির সঙ্গেও তুমুল বাকযুদ্ধ চলেছে। একটা সময় প্যারাগুয়ান ভক্ত-সমর্থকরা তার দিকে বোতলও ছুড়ে মারেন। আর এই ঘটনায় আটবারের ব্যালন ডি’অর জয়ীর কাছে ক্ষমা চাইলেন প্যারাগুয়ের ডিফেন্ডার ওমর আলদেরেত।
এস্তাদিও দিফেনসোরেস দেল চাকোতে মেসিকে মূলত তার... বিস্তারিত