মেসির দুর্দান্ত গোলে মাশ্চেরানো অধ্যায় শুরু মায়ামিতে

2 hours ago 3
লিওনেল মেসির অনবদ্য পারফরম্যান্সে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি নতুন কোচ হ্যাভিয়ের মাশ্চেরানোর অধীনে জয় দিয়ে যাত্রা শুরু করেছে। ক্লাব আমেরিকার বিপক্ষে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে মেসির গোল ও শেষ মুহূর্তের নাটকীয়তায় টাইব্রেকারে জয় পায় ইন্টার মায়ামি।  প্রথমার্ধেই ৩৭ বছর বয়সী মেসি তার দক্ষতার প্রমাণ দেন। ৩১তম মিনিটে ক্লাব আমেরিকার হয়ে হেনরি মার্টিন গোল করলে পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি। তবে তিন মিনিট পরই জর্দি আলবার ক্রস থেকে লুইস সুয়ারেজ বল পান এবং তার পাসে মেসি দুর্দান্ত এক হেডে বল জালে পাঠান। এই অপ্রত্যাশিত হেড গোলে মেসি দেখিয়ে দিলেন বয়স তার জন্য কেবলই সংখ্যা।  দ্বিতীয়ার্ধে গোলকিপার রকো রিওস নোভোর ভুলে আবারও এগিয়ে যায় ক্লাব আমেরিকা। তবে নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে টমাস আভিলেস হেডে সমতা ফেরান। টাইব্রেকারে রিওস নোভো নিজেকে প্রমাণ করেন। তিনি দুটি শট রুখে দিয়ে দলকে জয়ের পথে নিয়ে যান। শেষ শটটি সফলভাবে পরিণত করেন ১৭ বছর বয়সী সান্তি মোরালেস, যা ইন্টার মায়ামিকে জয় এনে দেয়।  ক্লাব পর্যায়ে মাশ্চেরানোর এটি ছিল প্রথম ম্যাচ। যদিও প্রাক্তন আর্জেন্টাইন তারকার জন্য এটি ইতিবাচক শুরু, তবে মায়ামির মাঝমাঠ ও রক্ষণের দুর্বলতা স্পষ্ট। বিশেষ করে প্রথমার্ধে বল দখলে মাত্র ২১ শতাংশ সময় ধরে রাখতে পেরেছিল দলটি।  মেসি এই ম্যাচে তার অভিষেককেই স্মরণীয় করে তুলেছেন। ৬৬ মিনিট মাঠে থেকে গোল করার পাশাপাশি তিনি তার ক্যারিশমা দিয়ে ম্যাচে প্রভাব রেখেছেন। ক্লাব আমেরিকার সমর্থকদের সঙ্গে তার মুহূর্তগুলো ছিল রোমাঞ্চকর, যা ম্যাচটিকে আরও আকর্ষণীয় করে তুলেছিল।  ইন্টার মায়ামি তাদের প্রাক-মৌসুম সফরে পরবর্তী ম্যাচ খেলবে পেরুর ক্লাব ইউনিভার্সিটারিও ডে ডেপোর্তেসের বিপক্ষে ২৯ জানুয়ারি। অন্যদিকে ক্লাব আমেরিকা ২৫ জানুয়ারি সান্তোস লাগুনার বিপক্ষে তাদের লিগা এমএক্স ম্যাচে মাঠে নামবে।  Of course Messi gets Inter Miami's first goal of 2025 (via @InterMiamiCF)pic.twitter.com/N553RXkMbj— B/R Football (@brfootball) January 19, 2025  
Read Entire Article