মেহজাবীন প্রসঙ্গে যা বললেন জয়া আহসান

2 weeks ago 16

মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’ দেখতে গিয়েছিলেন জ্যেষ্ঠ অভিনেত্রী জয়া আহসান। রাজধানীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে গতকাল ছিল সিনেমাটির বিশেষ প্রদর্শনী। সিনেমা দেখে মেহজাবীনকে শুভেচ্ছা জানান এই অভিনেত্রী।

প্রদর্শনীর পর জয়া আহসান বলেন, ‘অনেককেই বলতে শুনলাম, মেহজাবীন সিনেমায় আরও আগে কেন আসেনি। আমার মনে হয়, এত পরিপক্ব একটা কাজ করবে বলেই হয়তো এত দেরি।’ অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘মেহজাবীনকে অনেক অনেক শুভেচ্ছা। সঙ্গে এর নির্মাতা ও পুরো টিমকে ধন্যবাদ দিতে চাই এত সুন্দর একটা সিনেমা উপহার দেবার জন্য।’ মেহজাবীন বলেন, ‘যেমনটা আশা করেছিলাম, সে রকম সাড়া পাচ্ছি। সিনেমাটি সবার ভালো লাগছে এটাই আমাদের প্রত্যাশা ছিল। প্রতিক্রিয়াগুলো আমাদের উৎসাহ দিচ্ছে, আমাদের চেষ্টা সার্থক বলে মনে হচ্ছে।’

গত ২০ ডিসেম্বর মুক্তি পায় মেহজাবীন অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’। শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় সিনেমায় দেখানো হয়েছে মালতী নামের এক তরুণীর সংগ্রামের জীবন। সামাজিক, অর্থনৈতিক, মানসিক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় তাকে। দেশের অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে। জীবন সংগ্রামের পাশাপাশি প্রচলিত অনেক নিয়মকে প্রশ্নবিদ্ধ করেছেন পরিচালক।

‘প্রিয় মালতী’ সিনেমায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভি রিজু, আনিসুল হক বরুণ, নাদের চৌধুরী প্রমুখ। গতকাল প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন অভিনেত্রী আফসানা মিমি, বিজরী বরকতুল্লাহ, রুনা খান, নাবিলা, তমা মির্জা, অভিনেতা ইন্তেখাব দিনার, সোহেল মন্ডল, নির্মাতা রায়হান রাফি, আহমেদ শাওকী প্রমুখ।

এমআই/আরএমডি

Read Entire Article