মেহেরপুরে অস্ত্রসহ ইউপি সদস্য গ্রেপ্তার
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের ইউপি সদস্য ও বিএনপি নেতা আজমাইন হোসেন টুটুলকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড বন্দুকের কার্তুজ, বিপুল পরিমাণ কৃষি পণ্য ও কম্বল উদ্ধার করা হয়।
রোববার (১৭ নভেম্বর) ভোরে কাথুলী ইউনিয়নের নিজ বাড়ি ধলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
যৌথ বাহিনীর নেতৃত্বদানকারী ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ক্যাপ্টেন রওশন বিষয়টি নিশ্চিত করে বলেন, আজমাইন হোসেন টুটুলের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র ও সরকারি মালামাল রয়েছে বলে জানতে পারি। খবর পেয়ে অভিযান পরিচালনা করি। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় প্রযুক্তিতে তৈরি ওয়ান শুটারগান, দুই রাউন্ড বন্দুকের কার্তুজ, ত্রাণের কম্বল, সরকারি কৃষি প্রণোদনার বীজ, সার ও কয়েকটি সেলাই মেশিন।
তিনি আরও বলেন, আজমাইন হোসেন টুটুলের বিরুদ্ধে অস্ত্র আইন ও সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগে দুটি মামলা করে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।