মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় তসলিম উদ্দিন মিস্ত্রি (৫৯) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
তসলিম উদ্দিন মিস্ত্রি মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের বিলাত মিস্ত্রির ছেলে।
যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিকে পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আসাদুজ্জামান জানান, ২০২৩ সালের ২২ আগস্ট চকলেটের প্রলোভন দেখিয়ে চার বছরের এক শিশুকে তছলিম উদ্দিন মিস্ত্রি কলাবাগানে নিয়ে যায়। সেখানে ধর্ষণ করে ফেলে পালিয়ে যান। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ওই দিন শিশুর মা বাদী হয়ে মুজিবনগর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার একমাত্র আসামি করা হয় তসলিম উদ্দিনকে। পুলিশ শিশুটির ডাক্তারি পরীক্ষা এবং মামলা তদন্ত করে প্রতিবেদন আদালতে দাখিল করে। প্রয়োজনীয় সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
আসিফ ইকবাল/আরএইচ/জিকেএস