দুর্ঘটনা নামক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবিতে মেহেরপুরে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
বুধবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
ঈদের দিন বিকেলে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে মাইক্রোবাস, ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহতের ঘটনাকে হত্যাকাণ্ড দাবি করে এ মানববন্ধন করা হয়। এ সময় নিহতের পরিবারের সদস্যরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন।
এছাড়াও সড়কে নিরাপত্তা জোরদার, চালকের বেপরোয়া গতি, লাইসেন্স ও ফিটনেসবিহীন যানবহন চলাচল এবং অপেশাদার চালকদের শাস্তির আওতায় নিয়ে আসতে দাবি জানাই বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
নিহতের পরিবারের পাশাপাশি এসএসসি ২০১২ ব্যাচের শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধনে অংশগ্রহণ করে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
আসিফ ইকবাল/এমআরএম/এমএস