মেহেরপুরের শহীদ আবু সাঈদ ক্লাবে হামলা-ভাঙচুর
মেহেরপুরে শহীদ আবু সাঈদ ক্লাবে হামলা-ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (০১ ডিসেম্বর) রাতে পৌর ৪ নম্বর ওয়ার্ডের কাথুলি বাসস্ট্যান্ড সড়কে নতুন পাড়ায় এ ঘটনা ঘটে। সোমবার (০২ ডিসেম্বর) সকালে ক্লাবে এসে নেতাকর্মীরা হামলা ও ভাঙচুরের এ চিত্র দেখতে পান।
সরজমিনে দেখা গেছে, ক্লাবের গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর চালানো হয়েছে। এ সময় ব্যানার ফেস্টুন ছেড়াসহ চেয়ার ভাঙচুর করা হয়েছে।
শহীদ আবু সাঈদ ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজা জানান, শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পরে যে স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি তার বড় অবদান আবু সাঈদের। এ নামকে স্মরণ করে আমরা এ ক্লাবটি দিয়েছি। আওয়ামী সন্ত্রাসীদের এটা সহ্য হচ্ছে না। তারা এ কাজটি করতে পারে বলে আমি ধারণা করছি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যারাই এই ন্যাক্কারজনক কাজটি করেছে তাদের যেন দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয়।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। মূলত তার স্মরণে ক্লাবটি প্রতিষ্ঠা করা হয়। গত ১৮ অক্টোবর আবু সাঈদ ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ। এর পর থেকে ক্লাবে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা নিয়মিত দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছে।
মেহেরপুর সদর থানার ওসি আমানুল্লাহ আল বারী কালবেলাকে বলেন, ‘ঘটনাটির তদন্ত চলমান। দ্রুতই মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’