মেয়র হলে মামদানিকে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে: ট্রাম্প

2 months ago 9

যুক্তরাষ্ট্রের নিউইয়ক সিটির ‘সম্ভাব্য’ মেয়র জোহরান মামদানিকে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২৯ জুন) ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নির্বাচিত হলে মামদানিকে ‘ভালো ব্যবহার’ করতে হবে, নাহলে নিউ ইয়র্ক সিটির জন্য কেন্দ্রীয় তহবিল বন্ধ করে দেওয়া হবে।

ট্রাম্প আরও বলেন, আমি তার বিজয় কল্পনাও করতে পারি না। তবে যদি তিনি জিতে যান, তাহলে আমি প্রেসিডেন্ট থাকবো ও তাকে সঠিক কাজ করতেই হবে। নাহলে তারা এক টাকাও পাবে না। নিউ ইয়র্কের মেয়র যে-ই হোক না কেন, তাকে যথাযথ আচরণ করতেই হবে। এর ব্যতিক্রম ঘটলে কেন্দ্রীয় সরকার আর্থিকভাবে কঠোর অবস্থান নেবে।

এর আগে একাধিকবার মামদানিকে ‘পাগলাটে কমিউনিস্ট’ বলে আখ্যায়িত করেছেন ট্রাম্প। রোববারের সাক্ষাৎকারেও তিনি একই দাবি পুনর্ব্যক্ত করেন।

অন্যদিকে, এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে মামদানি ট্রাম্পের এই মন্তব্যকে হালকা করে দেখেছেন। তিনি বলেন, আমি দেখতে কেমন, আমার উচ্চারণ কেমন, আমি কোথা থেকে এসেছি- এসব নিয়ে প্রেসিডেন্ট মন্তব্য করে যাচ্ছেন। এতে আমি এখন অভ্যস্ত হয়ে গেছি। কারণ, আমি কী নিয়ে লড়ছি, তা থেকে দৃষ্টি সরাতেই তিনি এসব করছেন।

নিজেকে ‘ডেমোক্রেটিক সোশালিস্ট’ হিসেবে উল্লেখ করে মামদানি বলেন, আমি সেই শ্রমজীবী মানুষের জন্য লড়ছি, যাদের স্বার্থে ট্রাম্প প্রচার চালিয়েছিলেন; কিন্তু পরে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।

তিনি আরও বলেন, আমি ড. মার্টিন লুথার কিং জুনিয়রের কথায় অনুপ্রাণিত। তিনি বলেছিলেন, গণতন্ত্র বলুন কিংবা গণতান্ত্রিক সমাজতন্ত্র, এই দেশে সব মানুষের জন্য সম্পদের আরও ন্যায়সঙ্গত বণ্টন নিশ্চিত করতে হবে।

মামদানি বলেন, দেশজুড়ে আয় বৈষম্য কিছুটা কমলেও নিউ ইয়র্ক সিটিতে তা বেড়েছে। আমাদের এমন একটি শহর দরকার, যেখানে সবাই বিকশিত হতে পারে।

‘আমি মনে করি, আমাদের দেশে বিলিয়নিয়ার থাকা উচিত নয়। কারণ এটি অসমতার সময়ে অতিরিক্ত অর্থের প্রতিনিধিত্ব করে। আমি এমন একটি শহর গড়ে তুলতে চাই যেখানে সমতা থাকবে। এই লক্ষ্য পূরণে আমি বিলিয়নিয়ারসহ সবার সঙ্গে কাজ করতে আগ্রহী।

ট্রাম্প আগেও বিভিন্ন অঙ্গরাজ্যের নীতির বিরোধিতা করে কেন্দ্রীয় অর্থায়ন কেটে দেওয়ার হুমকি দিয়েছেন। এর আগে ক্যালিফোর্নিয়ায় ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদদের নারীদের খেলায় অংশগ্রহণ কেন্দ্র করে গভর্নর গ্যাভিন নিউসামের নীতির সমালোচনা করে সেখানে কেন্দ্রীয় তহবিল বন্ধের হুমকি দেন ট্রাম্প।

এদিকে, মামদানির দ্রুত উত্থান ও জনপ্রিয়তা ডেমোক্রেটিক দলের ভেতরেই আলোচনার জন্ম দিয়েছে, যেখানে তিনি বর্ণবাদবিরোধী, অভিবাসী অধিকার ও অর্থনৈতিক সমতা নিয়ে সক্রিয়ভাবে কাজ করছেন। ট্রাম্পের এই হুমকি যেন তাকে আরও স্পটলাইটে এনে দিল।

সূত্র: সিএনবিসি

এসএএইচ

Read Entire Article