মেয়েকে নিয়ে সিদ্ধার্থের আবেগঘন বার্তা

বলিউডের রূপকথার জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি—তাদের প্রেম, বিয়ে, সবই যেন ছিল স্বপ্নের মতো। আর এবার সেই স্বপ্নে নতুন আলো ছড়িয়েছে কন্যাসন্তানের আগমনে। এই খুশির পরই বদলে গেছে তাদের প্রতিটি দিন, প্রতিটি রাত। নতুন বাবা-মা হিসেবে দায়িত্ব, আনন্দ, অজানা ভয় আর অপরিসীম ভালোবাসায় ভরপুর তাদের জীবন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের এই নতুন যাত্রার নানা অনুভূতি শেয়ার করেছেন সিদ্ধার্থ ও কিয়ারা—যেখানে উঁকি দেয় ঘুমহীন রাতের ক্লান্তি, ছোট্ট মেয়ের হাত ধরা মুহূর্তের বিস্ময়, আর বাবা-মা হওয়ার সীমাহীন গর্বের গল্প। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি এই দম্পতি তাদের মেয়ের নামও প্রকাশ্যে এনেছেন। তাদের রাজকন্যার নাম রাখা হয়েছে সায়ারা। সায়ারাকে নিয়ে তাদের প্রতিটি দিন কীভাবে কেটে যাচ্ছে, তা নাকি তারা টেরই পাচ্ছেন না। মেয়েকে নিয়ে তাদের দৈনন্দিন যাপনের অভিজ্ঞতা এবার জানালেন সিড-কিয়ারা। বাবা হওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা লেখেন, ‘একটা ছোট্ট প্রাণ, যে কি না এখনো কথা বলতে শেখেনি। তার সামনে এলেই আমরা কেমন যেন ভ্যাবাচ্যাকা খেয়ে যাই।’ আমরা কথা হারিয়ে

মেয়েকে নিয়ে সিদ্ধার্থের আবেগঘন বার্তা

বলিউডের রূপকথার জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি—তাদের প্রেম, বিয়ে, সবই যেন ছিল স্বপ্নের মতো। আর এবার সেই স্বপ্নে নতুন আলো ছড়িয়েছে কন্যাসন্তানের আগমনে। এই খুশির পরই বদলে গেছে তাদের প্রতিটি দিন, প্রতিটি রাত। নতুন বাবা-মা হিসেবে দায়িত্ব, আনন্দ, অজানা ভয় আর অপরিসীম ভালোবাসায় ভরপুর তাদের জীবন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের এই নতুন যাত্রার নানা অনুভূতি শেয়ার করেছেন সিদ্ধার্থ ও কিয়ারা—যেখানে উঁকি দেয় ঘুমহীন রাতের ক্লান্তি, ছোট্ট মেয়ের হাত ধরা মুহূর্তের বিস্ময়, আর বাবা-মা হওয়ার সীমাহীন গর্বের গল্প।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি এই দম্পতি তাদের মেয়ের নামও প্রকাশ্যে এনেছেন। তাদের রাজকন্যার নাম রাখা হয়েছে সায়ারা। সায়ারাকে নিয়ে তাদের প্রতিটি দিন কীভাবে কেটে যাচ্ছে, তা নাকি তারা টেরই পাচ্ছেন না। মেয়েকে নিয়ে তাদের দৈনন্দিন যাপনের অভিজ্ঞতা এবার জানালেন সিড-কিয়ারা।

বাবা হওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা লেখেন, ‘একটা ছোট্ট প্রাণ, যে কি না এখনো কথা বলতে শেখেনি। তার সামনে এলেই আমরা কেমন যেন ভ্যাবাচ্যাকা খেয়ে যাই।’

আমরা কথা হারিয়ে ফেলি। জীবনের এই পরিবর্তন নিয়ে আমরা দুজনই অত্যন্ত খুশি।’ এই পরিবর্তন একান্ত আপন করে নিয়ে বাঁচতে চান এ তারকাজুটি।

সিদ্ধার্থ আরও বলেন, ‘আমাদের জীবনে যে পরিবর্তন এসেছে, সেটাতেই আমরা মগ্ন থাকতে চাই। কিয়ারা যেভাবে মনের জোরে একজনকে একটু একটু করে তৈরি করেছে, তাকে আমার কুর্নিশ ।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow