মেয়েকে শাসন করায় ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে হত্যা

2 months ago 36

নারায়ণগঞ্জের ফতুল্লায় সানোয়ারা বেগম নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় নিহতের স্বামী শফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে ফতুল্লার কাশিপুর হাজী বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত সানোয়ারা বেগম (৩২) ফতুল্লা থানার কাশিপুর হাজীপাড়া এলাকার মৃত হেলাল উদ্দিনের মেয়ে। গ্রেপ্তার শফিকুল ইসলাম ফতুল্লা কাশিপুর হাজীপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি ১৫ দিন আগে ছুটিতে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসেছেন। তাদের সংসারে সুমাইয়া (১১) ও সাদিয়া (৭) নামে দুটি কন্যাসন্তান রয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শফিকুল ইসলাম গত ১৫ দিন আগে সিঙ্গাপুর থেকে বাড়িতে আসে। বিকেলে ছোট মেয়ে সাদিয়া বাড়ির ছাদে খেলা করতে যায়। এতে মা সানোয়ারা বেগম বাধা দেয়। তবে তার বাধা উপেক্ষা করে মেয়ে ছাদে খেলতে যায়। এতে করে মা সানোয়ারা বেগম ক্ষিপ্ত হয়ে ছোট মেয়ে সাদিয়াকে মারধর করে। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী শরিফুল ইসলাম ঘরের ভেতরে থাকা চাকু দিয়ে স্ত্রীর গলায়, পেটে ও বুকের একাধিক স্থানে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই সানেয়ারা বেগম মারা যান। 

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দেখতে পান নিহতের লাশের পাশেই বসে আছেন স্বামী শরিফুল ইসলাম। এ ঘটনায় তাকে আটক করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করেছে পুলিশ।

Read Entire Article