মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা, পড়ে ছিল ছিরকুট

2 months ago 29

বগুড়ায় চার বছরের মেয়েকে হত্যার পর তার মা আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ডেপোইল পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন ওই এলাকার আব্দুল মমিনের স্ত্রী জুলেখা বেগম (২৪) ও তাদের সন্তান মুশফিকা খাতুন। এ সময় মরদেহের পাশে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। 

চিরকুটে লেখা ছিল আমি আমার মেয়েকে হত্যা করে আত্মহত্যা করলাম। আমাদের এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। কাহালু থানার ওসি মো. শাহীনুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, জুলেখার স্বামী আব্দুল মমিন অটোভ্যানচালক। তিনি সকাল ৯টার দিকে ভাত খেয়ে বাসায় বের হয়ে যান। জুলেখার শ্বশুর আবু বকর দুপুর ১২টার দিকে নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন। নামাজ শেষ করে বাসায় ফিরলে জুলেখার কাছে ভাত দেওয়ার জন্য ডাকাডাকি করেন। দরজা বন্ধ এবং কোন সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখে জুলেখা তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছে এবং নাতনি মুশফিকার মরদেহ বিছানায় পড়ে আছে। তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে যেয়ে দুই মরদেহ উদ্ধার করা হয়। 

তিনি জানান, শিশু মুশফিকাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। একটি চিরকুট পাওয়া গেছে সেখানে মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি। এ ছাড়া প্রাথমিক অবস্থায় দাম্পত্য কলহের ব্যাপারেও কোনো তথ্য পাওয়া যায়নি। আমরা চিরকুটের লেখাসহ সার্বিক ঘটনার তদন্ত করছি। আপাতত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

Read Entire Article