মেয়ের নাম প্রকাশ করলেন রাজকুমার-পত্রলেখা

২০২৫ সালে প্রথমবারের মতো বাবা–মা হন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও ও পত্রলেখা। গতবছরের ১৫ নভেম্বর জন্ম নেয় তাদের কন্যাসন্তান, আর সেই তারিখটি আরও বিশেষ হয়ে ওঠে, কারণ একই দিন ছিল তাদের চতুর্থ বিবাহবার্ষিকী। জীবনের দুই সবচেয়ে বড় উৎসব একসঙ্গে ধরা দেয় তাদের জীবনে, যা যেন ভাগ্যের এক অপূর্ব উপহার। এরপর থেকেই প্রিয় তারকাদের কাছ থেকে নতুন কোনো আপডেটের অপেক্ষায় ছিলেন ভক্তরা। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে  রবিবার (১৮ জানুয়ারি) নিজেদের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে এক আবেগঘন ঘোষণায় মেয়ের নাম প্রকাশ করেন রাজকুমার ও পত্রলেখা। যৌথভাবে শেয়ার করা পোস্টে তারা তুলে ধরেন তাদের ছোট্ট সন্তানের এক মিষ্টি ঝলক। ছবিতে দেখা যায়—নবজাতক তার ক্ষুদ্র আঙ্গুল দিয়ে  মা–বাবার হাত ধরে আছে, যা ভালোবাসা, নিরাপত্তা আর একতার এক নিঃশব্দ কিন্তু গভীর প্রতীক হয়ে উঠেছে। আর প্রকাশিত সেই ছবির ক্যাপশনে আবেগ দিয়ে তারা লিখেছেন ,’ভাঁজ করা হাত আর পরিপূর্ণ হৃদয় নিয়ে আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদকে পরিচয় করিয়ে দিচ্ছি।‘ এরপরই তারা প্রকাশ করেন তাদের কন্যার নাম, 'পার্বতী পাল রাও', সঙ্গে ছিল হৃদয় ও  হাতের জোড় করা ইমোজি।  এই ঘোষ

মেয়ের নাম প্রকাশ করলেন রাজকুমার-পত্রলেখা
২০২৫ সালে প্রথমবারের মতো বাবা–মা হন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও ও পত্রলেখা। গতবছরের ১৫ নভেম্বর জন্ম নেয় তাদের কন্যাসন্তান, আর সেই তারিখটি আরও বিশেষ হয়ে ওঠে, কারণ একই দিন ছিল তাদের চতুর্থ বিবাহবার্ষিকী। জীবনের দুই সবচেয়ে বড় উৎসব একসঙ্গে ধরা দেয় তাদের জীবনে, যা যেন ভাগ্যের এক অপূর্ব উপহার। এরপর থেকেই প্রিয় তারকাদের কাছ থেকে নতুন কোনো আপডেটের অপেক্ষায় ছিলেন ভক্তরা। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে  রবিবার (১৮ জানুয়ারি) নিজেদের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে এক আবেগঘন ঘোষণায় মেয়ের নাম প্রকাশ করেন রাজকুমার ও পত্রলেখা। যৌথভাবে শেয়ার করা পোস্টে তারা তুলে ধরেন তাদের ছোট্ট সন্তানের এক মিষ্টি ঝলক। ছবিতে দেখা যায়—নবজাতক তার ক্ষুদ্র আঙ্গুল দিয়ে  মা–বাবার হাত ধরে আছে, যা ভালোবাসা, নিরাপত্তা আর একতার এক নিঃশব্দ কিন্তু গভীর প্রতীক হয়ে উঠেছে। আর প্রকাশিত সেই ছবির ক্যাপশনে আবেগ দিয়ে তারা লিখেছেন ,’ভাঁজ করা হাত আর পরিপূর্ণ হৃদয় নিয়ে আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদকে পরিচয় করিয়ে দিচ্ছি।‘ এরপরই তারা প্রকাশ করেন তাদের কন্যার নাম, 'পার্বতী পাল রাও', সঙ্গে ছিল হৃদয় ও  হাতের জোড় করা ইমোজি।  এই ঘোষণার পরপরই শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে ওঠে সামাজিক মাধ্যম। সহকর্মী থেকে শুরু করে অসংখ্য ভক্ত, সবাই নতুন অতিথিকে স্বাগত জানাতে ছুটে আসেন তাদের সোশ্যাল হ্যান্ডেলের মন্তব্যের ঘরে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow