মৈমনসিংহ–গীতিকা বাংলা লোকসাহিত্যের এক অনন্য রত্নভান্ডার
মৈমনসিংহ গীতিকার বিখ্যাত কাহিনিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘মলুয়া’, ‘মহুয়ার পালা’, ‘দেওয়ান ভাতিন্দরীর পালা’, ‘চন্দ্রাবতী’, ‘কমলা’, ‘দশভুজা’, ‘ইরাকন্দরী’ ইত্যাদি। প্রেম, ত্যাগ, পরিবার, সমাজের রীতি সব মিলিয়ে এই কাহিনিগুলো একদিকে লোকজ কাব্যের শক্তিশালী রূপ, অন্যদিকে বাংলার অতীত সমাজজীবনের গুরুত্বপূর্ণ দলিল। ভাষার সহজতা, নাটকীয় বর্ণনা ও আবেগঘন উপস্থাপন গীতিকাগুলোকে বিশেষ জনপ্রিয়তা দিয়েছে।
মৈমনসিংহ গীতিকার বিখ্যাত কাহিনিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘মলুয়া’, ‘মহুয়ার পালা’, ‘দেওয়ান ভাতিন্দরীর পালা’, ‘চন্দ্রাবতী’, ‘কমলা’, ‘দশভুজা’, ‘ইরাকন্দরী’ ইত্যাদি। প্রেম, ত্যাগ, পরিবার, সমাজের রীতি সব মিলিয়ে এই কাহিনিগুলো একদিকে লোকজ কাব্যের শক্তিশালী রূপ, অন্যদিকে বাংলার অতীত সমাজজীবনের গুরুত্বপূর্ণ দলিল। ভাষার সহজতা, নাটকীয় বর্ণনা ও আবেগঘন উপস্থাপন গীতিকাগুলোকে বিশেষ জনপ্রিয়তা দিয়েছে।