মোংলা বন্দরে এসেছে বিশ্বের বিখ্যাত হেভি লিফট ভ্যাসেল

3 months ago 89

মোংলা বন্দরে এসেছে বিশ্বের বিখ্যাত হেভি লিফট ভ্যাসেল জাম্বু কিনাটি। নেদারল্যান্ডের পতাকাবাহী এম ভি ‘জাম্বু কিনাটি’ হেভি লিফটের এ জাহাজটি গত মঙ্গলবার মোংলা বন্দরে ভিড়েছে।

জাম্বু কিনাটি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট অলসিস শিপিং লিমিটেডের অপারেশন ম্যানেজার শাখাওয়াত হোসেন মিলন জানান, এটি বিশ্বের বিখ্যাত হেভি লিফট সম্বলিত জাহাজ। এ জাহাজের একটি ক্রেনের ধারণ ক্ষমতা ১৫০০ মেট্রিক টন। জাহাজটিতে দুইটি ক্রেন রয়েছে। জাহাজটিতে একসঙ্গে তিন হাজার মেট্রিক টন ওজন উত্তোলনের সক্ষমতা রয়েছে। এ জাহাজটিতে করে চারটি অ্যাংকোরেজ বোট ও একটি ক্রেন রিএক্সপোর্ট করা হচ্ছে। এরমধ্যে একেকটি অ্যাংকোরেজ বোটের ওজন ৪৪০ মেট্রিক টন। আর ক্রেনের ওজন ৫০ মেট্রিক টন। জাহাজটিতে এই বোট ও ক্রেন লোড করা হচ্ছে। এসব লোড শেষে আগামী সোমবার জাহাজটি চীনের উদ্দেশ্য ছেড়ে যাবে। এই বোট ও ক্রেন মোংলা বন্দরের পশুর চ্যানেলের ড্রেজিংয়ে ব্যবহৃত হয়েছিল।

তিনি বলেন, হেভি লিফটের এ ধরনের জাহাজ ইতোপূর্বে মোংলা বন্দরে আসেনি। এটাই হেভি লিফটের প্রথম জাহাজ বলে জানান তিনি।

তিনি আরও বলেন, এর আগে যে সব হেভি লিফটের জাহাজ এসেছিল সেগুলোর ক্রেনের ধারণ ক্ষমতা ছিলো একহাজার মেট্রিক টন। আর জাম্বু কিনাটির ক্রেনের ধারণ ক্ষমতা দেড় হাজার মেট্রিক টন।

আবু হোসাইন সুমন/এএইচ/জিকেএস

Read Entire Article