মোংলা বন্দরে বিদেশি জাহাজ আটক

আমদানিকারকের মামলায় পানামা পতাকাবাহী ‘এমভি এইচটিপি আম্বার’ নামক একটি বিদেশি জাহাজ আটক করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। গত ৮ জানুয়ারি সার আমদানিকারক প্রতিষ্ঠান ‘খাঁন ইন্টারন্যাশনাল ট্রেডিং’-এর দায়ের করা এক মামলায় জাহাজটি আটক করা হয়। কিন্তু ৬ দিন পর বুধবার (১৪ জানুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি জানায় বন্দর কর্তৃপক্ষ।  এ বিষয়ে বাংলাদেশের শিপিং এজেন্ট কসমস শিপিং লাইন্স লিমিটেডের মহাব্যবস্থাপক সিরাজুল ইসলাম বলেন, গত বছরের ২৪ ডিসেম্বর ভারতের পারাদ্বীপ বন্দর থেকে ‘এমভি এইচটিপি আম্বার’ জাহাজে ৯ হাজার ৬০০ টন সারবোঝাই করে ২৭ ডিসেম্বর মোংলা বন্দরে আসে। এই জাহাজে সার আমদানি করে যশোরের নওয়াপাড়ার ‘খাঁন ইন্টারন্যাশনাল ট্রেডিং’।   তিনি আরও বলেন, ওই জাহাজ থেকে সময়মতো তারা পণ্য খালাস করতে না পারায় জাহাজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অ্যাডমিরালটি স্যুট (সামুদ্রিক আইন) ১/২০২৬ আইনে গত ৮ জানুয়ারি উচ্চ আদালতে মামলা করেন। সেই মামলায় গত ৯ জানুয়ারি মোংলা বন্দর কর্তৃপক্ষের কাছে জাহাজটি আটক রাখার নির্দেশনা আসে। বর্তমানে বন্দরের বেসক্রিক-৪ নম্বর বয়ায় নোঙর করা জাহাজটি আটক আছে।  উল্লেখ্য, ২০২৩ সালে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা

মোংলা বন্দরে বিদেশি জাহাজ আটক
আমদানিকারকের মামলায় পানামা পতাকাবাহী ‘এমভি এইচটিপি আম্বার’ নামক একটি বিদেশি জাহাজ আটক করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। গত ৮ জানুয়ারি সার আমদানিকারক প্রতিষ্ঠান ‘খাঁন ইন্টারন্যাশনাল ট্রেডিং’-এর দায়ের করা এক মামলায় জাহাজটি আটক করা হয়। কিন্তু ৬ দিন পর বুধবার (১৪ জানুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি জানায় বন্দর কর্তৃপক্ষ।  এ বিষয়ে বাংলাদেশের শিপিং এজেন্ট কসমস শিপিং লাইন্স লিমিটেডের মহাব্যবস্থাপক সিরাজুল ইসলাম বলেন, গত বছরের ২৪ ডিসেম্বর ভারতের পারাদ্বীপ বন্দর থেকে ‘এমভি এইচটিপি আম্বার’ জাহাজে ৯ হাজার ৬০০ টন সারবোঝাই করে ২৭ ডিসেম্বর মোংলা বন্দরে আসে। এই জাহাজে সার আমদানি করে যশোরের নওয়াপাড়ার ‘খাঁন ইন্টারন্যাশনাল ট্রেডিং’।   তিনি আরও বলেন, ওই জাহাজ থেকে সময়মতো তারা পণ্য খালাস করতে না পারায় জাহাজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অ্যাডমিরালটি স্যুট (সামুদ্রিক আইন) ১/২০২৬ আইনে গত ৮ জানুয়ারি উচ্চ আদালতে মামলা করেন। সেই মামলায় গত ৯ জানুয়ারি মোংলা বন্দর কর্তৃপক্ষের কাছে জাহাজটি আটক রাখার নির্দেশনা আসে। বর্তমানে বন্দরের বেসক্রিক-৪ নম্বর বয়ায় নোঙর করা জাহাজটি আটক আছে।  উল্লেখ্য, ২০২৩ সালে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে আসা লাইব্রেরিয়ার পতাকাবাহী ‘এমভি পানাগিয়া কানালা’ জাহাজও উচ্চ আদালতের নির্দেশে আটক ছিল। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow