মোংলায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় আহত ২

3 hours ago 6

মোংলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুইজন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে হামলাকারীদের বিরুদ্ধে থানায় ও নৌ কন্টিনজেন্টে লিখিত অভিযোগ দায়ের করেছেন জমির মালিক দাবি করা এক ভুক্তভোগী।

অভিযোগে জানা যায়, উপজেলা সোনাইলতলা ইউনিয়নের চামড়া এলাকার বাসিন্দা শেখ নাজিম উদ্দীন শেখ দীর্ঘদিন ধরে তার নিজ ৪৪বিঘা জমিতে চিংড়ি মাছের চাষ করে আসছিলেন। শুক্রবার তার ওই ঘেরের জমিতে ঘেরা-বেড়া দিতে গেলে প্রতিপক্ষ অহিদ সরদারের (৪৭) নেতৃত্বে ২৪/২৫জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় তাদের মারধরে শেখ নাজিম উদ্দীন ও তার ঘেরের কর্মচারী আজিজুল শেখ (২৪) গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শেখ নাজিম উদ্দীন বলেন, আমার জমি জবরদখল করতে এসে অহিদ সরদার গং আমাকে আর আমার কর্মচারীকে মারধর করে আহত করেন। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ায় অহিদ গং রাতে আমার বাড়ির সামনে এসে পুনরায় হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখিয়ে গেছেন। আশা করবো, প্রশাসন এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা দেবে।

এ বিষয়ে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অবশ্যই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আবু হোসাইন সুমন/এমএএইচ/

Read Entire Article