মোংলায় বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার সোনাইলতলা ইউনিয়নের সোনাইলতলায় সোনাইলতলা ইউনিয়ন বিএনপি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক স,ম ফরিদ, যুগ্ম আহ্বায়ক শেখ রুস্তুম আলী, সদস্য সচিব মান্নান হাওলাদার, স্থানীয় বিএনপি নেতা আবু হোসেন পনি ও বাবুল হোসেন রনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, সম্পদ থাকা সত্ত্বেও নেশাগ্রস্ত মানুষের মতো বিগত আওয়ামী সরকারের এমপি ও মন্ত্রীরা দেশে লুটপাট করেছেন। বিগত সেই সরকারের আর এই দেশে পুনরাবৃত্তি না হয় সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
এছাড়া তিনি অপর একটি রাজনৈতিক দলের সমালোচনা করে বলেন, একটি রাজনৈতিক দল মানুষকে বারবার ধোঁকা দিয়ে ক্ষমতায় যেতে চাইছেন। তারা কখনো বলেন আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি, আবার কখনো বলছেন আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দরকার নেই। তাদের ধোঁকাবাজি এখন জনগণ বুঝে গেছে।
আবু হোসাইন সুমন/এমআরএম/এমএস