মোজাম্বিকে কারাগারে দাঙ্গা, পালিয়েছে অন্তত ৬ হাজার বন্দি

2 weeks ago 12

মোজাম্বিকের রাজধানীতে একটি কারাগারে দাঙ্গার ঘটনায় অন্তত ছয় হাজার বন্দি পালিয়েছেন। সেখানের কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। দক্ষিণ আফ্রিকার দেশটিতে গত কয়েক সপ্তাহ ধরে নির্বাচন পরবর্তী সহিংসত চলছে।

দেশটির পুলিশ প্রধান বার্নাডিনো রাফায়েল বলেছেন, বড় দিনে মাপুতো কেন্দ্রীয় কারাগার থেকে বন্দিরা পালিয়েছে। এ ঘটনাকে তিনি বিদ্রোহ বলে উল্লেখ করেছেন।

তিনি বলেন, পালিয়ে যাওয়ার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে কারাবন্দিদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় অন্তত ৩৩ জন বন্দি নিহত হয়েছেন ও আহত হয়েছেন আরও ১৫ জন।

প্রথম দিকে দেশটির কর্মকর্তারা দেড় হাজার বন্দির পালিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন। এখন আপডেট খবরে বলা হচ্ছে পালিয়ে যাওয়া বন্দির সংখ্যা ছয় হাজার।

প্ল্যাটাফর্মা ইলিটোরাল ডিসাইড নামের একটি নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ৯ অক্টোবরের বিতর্কিত নির্বাচনের পর থেকে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৫১ জন নিহত হয়েছেন।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

Read Entire Article