মোটরসাইকেল আরোহীকে পেছন থেকে গুলির ঘটনায় আটক ১
ঝিনাইদহের মহেশপুরে মতিয়ার রহমান মতি নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ইব্রাহীম ওরফে ইব্রাকে আটক করেছে পুলিশ।
সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার বাগাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ইব্রা (৫০) বাগাডাঙ্গা গ্রামের টেনা হালসানার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকাল ৪টার দিকে বাগাডাঙ্গা গ্রামের আজিজুরের ছেলে মতিয়ার রহমান মতি মোটরসাইকেল যোগে মহেশপুর থেকে বাড়ি ফেরার পথে উপজেলার বাঁশবাড়িয়া ইউপির ভাষানপোতা এলাকায় পৌঁছালে হত্যার উদ্দ্যেশে পেছন দিক থেকে তাকে গুলি করে পালিয়ে যায় তরিকুল ইসলাম আকালে ও তার সহযোগী ইব্রাহীম হোসেন ইব্রা। পরে গুরুতর আহত অবস্থায় মতিকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়।
আরও জানা গেছে, গুলিবিদ্ধ মতিয়ার রহমান মতি সীমান্ত এলাকায় সোনাসহ চোরাচালানের ঘাট নিয়ন্ত্রণ করে। মূলত চোরাচালান ও টাকার ভাগাভাগি নিয়ে প্রতিপক্ষ তরিকুল ইসলাম আকালের সঙ্গে বিরোধ চলে আসছিল। সেই বিরোধ থেকে সোমবার বিকেলে তরিকুল ইসলাম আকালে ও তার সহযোগী ইব্রাহীম হোসেন ইব্রা মতিকে
ঝিনাইদহের মহেশপুরে মতিয়ার রহমান মতি নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ইব্রাহীম ওরফে ইব্রাকে আটক করেছে পুলিশ।
সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার বাগাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ইব্রা (৫০) বাগাডাঙ্গা গ্রামের টেনা হালসানার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকাল ৪টার দিকে বাগাডাঙ্গা গ্রামের আজিজুরের ছেলে মতিয়ার রহমান মতি মোটরসাইকেল যোগে মহেশপুর থেকে বাড়ি ফেরার পথে উপজেলার বাঁশবাড়িয়া ইউপির ভাষানপোতা এলাকায় পৌঁছালে হত্যার উদ্দ্যেশে পেছন দিক থেকে তাকে গুলি করে পালিয়ে যায় তরিকুল ইসলাম আকালে ও তার সহযোগী ইব্রাহীম হোসেন ইব্রা। পরে গুরুতর আহত অবস্থায় মতিকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়।
আরও জানা গেছে, গুলিবিদ্ধ মতিয়ার রহমান মতি সীমান্ত এলাকায় সোনাসহ চোরাচালানের ঘাট নিয়ন্ত্রণ করে। মূলত চোরাচালান ও টাকার ভাগাভাগি নিয়ে প্রতিপক্ষ তরিকুল ইসলাম আকালের সঙ্গে বিরোধ চলে আসছিল। সেই বিরোধ থেকে সোমবার বিকেলে তরিকুল ইসলাম আকালে ও তার সহযোগী ইব্রাহীম হোসেন ইব্রা মতিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায়। এর আগেও মতির ওপর গুলিবর্ষণ করেছিল আকালে ও ইব্রাহীম। কিন্তু সেই যাত্রায়ও বেঁচে যায় মতি।
মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান সাজু বলেন, বাঘাডাঙ্গা গ্রামের মতিয়ার রহমান মতি নামের একজনকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। গুলিটি তার পিঠের পেছন থেকে শরীরের মধ্যে প্রবেশ করেছে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি রয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।
মহেশপুর-কোটচাঁদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সায়েম ইউসুফ বলেন, মতিয়ার রহমান মতি নামের একজনকে গুলির ঘটনায় বাঘাডাঙ্গা গ্রামের টেনা হালসানার ছেলে ইব্রাহীম ওরফে ইব্রাকে পুলিশ আটক করেছে। তরিকুল ইসলাম আকালেকে আটক করতে অভিযান চলমান রয়েছে।