মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় অবস্থান জানাল পুলিশ
রাজধানীর ৩০০ ফিট সড়কে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে এ অবস্থান স্পষ্ট করা হয়।
এর আগে বুধবার রাতে রূপগঞ্জ থানার ভুলতা-গাউছিয়া রোডে মোটরসাইকেল ছিনতাই হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, পেছন থেকে তিনটি মোটরসাইকেলে কয়েকজন একটি বাইকের গতিরোধ করে। সেসময় একটি বাইকের পেছন থেকে একজন দা নিয়ে এগিয়ে আসেন।
বাংলাদেশ পুলিশ জানিয়েছে, রূপগঞ্জে মোটরসাইকেল আরোহী জিসান ও ফয়সালের ওপর হামলা এবং ছিনতাই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ বিষয়ে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে।
এতে বলা হয়, ঘটনা পরিক্রমায় এক ট্রাকের হেল্পারের ফোন থেকে ৯৯৯-এ কল আসার পর মাত্র ১০ মিনিটের মধ্যে পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। আহতদের প্রথমে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই রূপগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামি গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।