মোটরসাইকেল থেকে নেমেই দুই বাড়িতে গুলিবর্ষণ

8 hours ago 2

খুলনার দৌলতপুর দুটি বাড়িতে ফাঁকা গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। কুয়েট কর্মচারী মো. মহসিন শেখ লিটুর বাড়িতে ৬ রাউন্ড এবং ওই এলাকার আরেক ব্যবসায়ীর বাড়িতে ৯ রাউন্ড গুলি ছোড়ে সন্ত্রাসীরা। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা শনাক্ত করতে পারেনি প্রশাসন।

বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ৪টি মোটরসাইকেলে মাথায় হেলমেট পরিহিত কয়েকজন বাড়ির প্রধান ফটকের সামনে দাঁড়ায়। মোটরসাইকেল থেকে নেমে কয়েকজন প্রধান ফটক দিয়ে মহসিনের রুম লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। দুর্বৃত্তরা গুলি ছোঁড়ার পর পর দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, গুলিতে মহসিনের রুমের জানালাই থাই ক্লাস ভেঙে গেছে। ঘটনার সময় বাড়ির মালিক মহসিন ফজরের নামাজ পড়তে মসজিদে অবস্থান করছিলেন। তার রুমের পাশের রুমে ২ সন্তান ও স্ত্রী কামরুন নাহার ঘুমিয়ে ছিলেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক ইসলাম বলেন, কুয়েটের কর্মচারী মহসিন লিটুর বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মেহেদির বাড়িতেও ৯ রাউন্ড গুলি করা হয়। তদন্ত চলছে। তবে কারা এবং কী কারণে গুলি করেছে সে বিষয়ে কিছুই বলতে পারছে না পুলিশ।

Read Entire Article