চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারান দুই তরুণ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সীতাকুণ্ড বাজারের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের সিরাজুল ইসলামের ছেলে মো. ইউনুছ ও উপজেলার পৌরসভার বেলাল হোসেনের ছেলে মো. শাহাজালাল। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঘোরাফেরা শেষ করে দুই বন্ধু বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনার শিকার হন।
মৃত ইউনূসের বাবা সিরাজুল ইসলাম জানিয়েছেন, জঙ্গল মিয়া শহীদ জিয়া ইসলামিয়া মাদ্রাসার আলিম বর্ষের ছাত্র ইউনূস। এদিকে মৃত শাহজালালের বাবা বেলাল হোসেন জানিয়েছেন, মৌলভী সামছুল করিম কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন বেলাল।
তারা জানান, সকালে দুই বন্ধু একসঙ্গে ঘুরতে গিয়ে বাড়িতে আসার পথে সীতাকুণ্ড বাজারের কাছাকাছি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারান দুজন।
চট্টগ্রামের বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মান্নান কালবেলাকে জানিয়েছেন, ফেনীর ছাগলনাইয়া থেকে ঘুরতে আসা দুই বন্ধু দুর্ঘটনায় প্রাণ হারায়। এ ঘটনায় গাড়ি আটক করা সম্ভব হয়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়। পরিবার মামলা করবে না বলে পুলিশকে জানান।