কুমিল্লায় মোটরসাইকেলের ধাওয়ায় আতঙ্কে হৃদক্রিয়া বন্ধ হয়ে নাজমুল হাসান আখন্দ নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি ব্যক্তিগত গাড়িতে করে চাঁদপুরের হাজীগঞ্জ থেকে কুমিল্লা শহরের দিকে ফিরছিলেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার লাকসাম উপজেলার বিজরা এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজনরা অভিযোগ করেন, বুধবার চাঁদপুর জেলার শাহারাস্তি থেকে রোগী দেখে কুমিল্লায় ফিরছিলেন নাজমুল। পথে লাকসামের বিজরায় একটি মোটরবাইকে দুই আরোহী তাকে তাড়া করে। প্রথমে বাইক আরোহীরা নাজমুল হাসানের প্রাইভেট গাড়িতে আঘাত করে। এতে গাড়ির লুকিং গ্লাস ভেঙে যায়। পরে তিনি আরও কিছুক্ষণ গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টাকালে গাড়ির ভেতর অসুস্থ হয়ে পড়েন।
এ সময় ঘটনাস্থল লাকসামের বিজরা এলাকার নাসির হোসেন নামে এক যুবক অসুস্থ নাজমুলকে গাড়িতে করে নগরীর বাদুড়তলায় একটি হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নাজমুল হাসান মারা গেছেন। তার পরিবারের দাবি, তিনি ভয়ে পেয়েই মারা গেছেন।
লাকসাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, ধারণা করা হচ্ছে আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাকে ওই চিকিৎসকের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত বিষয়টি নিয়ে আমরা কোনো অভিযোগ পাইনি।