মোদির জন্মদিনে ট্রাম্পের ফোন

6 hours ago 8
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদিকে ফোন করে উষ্ণ অভিনন্দন জানান তিনি। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) মধ্যরাতে ফোনালাপের বিষয়টি নিজেই জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মোদি লিখেছেন, ‘ধন্যবাদ আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পকে, জন্মদিন উপলক্ষে আপনার ফোন এবং উষ্ণ শুভেচ্ছার জন্য। ভারত-আমেরিকা সর্বাঙ্গীণ ও বৈশ্বিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমি আপনার মতোই প্রতিশ্রুতিবদ্ধ।’ মোদি আরও উল্লেখ করেন, ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে ট্রাম্পের প্রচেষ্টাকেও তিনি সমর্থন করেন। মোদি ও ট্রাম্পের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি নতুন নয়। ক্ষমতায় থাকার সময়ও দু’জনকে একাধিক আন্তর্জাতিক মঞ্চে একে অপরের প্রশংসা করতে দেখা গেছে। মোদির জন্মদিনে ট্রাম্পের এ শুভেচ্ছা ফোন আবারও তাদের ব্যক্তিগত সখ্যের প্রতিফলন ঘটিয়েছে।
Read Entire Article